ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরাজগঞ্জে এম মনসুর আলীর জন্মদিবস পালন

প্রকাশিত: ০৯:৩৪, ১৭ জানুয়ারি ২০২০

সিরাজগঞ্জে এম মনসুর আলীর জন্মদিবস পালন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর আমৃত্যু সহচর, জাতীয় নেতা এবং সিরাজগঞ্জের মাটি ও মানুষের সন্তান শহীদ এম মনসুর আলীর ১০৩তম জন্মদিন পালনে মুজিব শতবর্ষে সিরাজগঞ্জ জেলা সদরে ও কাজীপুরে সরকারী ও দলীয়ভাবে কর্মসূচী পালন করা হয়েছে। ১৯১৯ সালের ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন্ বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে শহীদ এম মনসুর আলীর প্রতিকৃৃৃতিতে মাল্যদান ও দোয়া- মোনাজাত করার পর জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে ভিডিও চিত্র প্রদর্শন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিকেলে অনুষ্ঠিত হয় দোয়া ও আলোচনা সভা। কাজীপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগ আনন্দ র‌্যালিও বের করে। সোনামুখীতে শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ দোয়া, আলোচনাসভা ,গরিব দুখী মানুষের মধ্যে কম্বল বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসন আয়োজিত আলোচনাসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার হাসিব আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রায়হানা ইসলাম, ইফতেখার উদ্দিন শামীম প্রমুখ।
×