ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত পাঁচ

প্রকাশিত: ০৯:৩৩, ১৭ জানুয়ারি ২০২০

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত পাঁচ

জনকণ্ঠ ডেস্ক ॥ বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় ফরিদপুরে শিক্ষার্থী, নেত্রকোনায় মোটরসাইকেল আরোহী, মীরসরাইয়ে কলেজছাত্র, ভালুকায় ট্রাক্টর চালক ও লালপুরে সাইকেল আরোহী নিহত হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতাদের পাঠানোÑ ফরিদপুর নূর ইসলাম (২৩) ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ৭৭/১ পশ্চিম ভাষানটেকের বাসিন্দা ফখরু কবিরের ছেলে। তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী। মোটরসাইকেলে বেড়াতে এসেছিল বন্ধু শাওনের (২২) বাড়িতে। শাওন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের গজারিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে মোটরসাইকেলে ঢাকা ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা যান নূর ইসলাম। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বাখু-া জোড়া মসজিদ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবুল খায়ের বলেন, দুই বন্ধু মোটরসাইকেলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে মোটরসাইকেল চালক নূর ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। তবে তার বন্ধু শাওন অক্ষত রয়েছেন। মীরসরাই মীরসরাইয়ের বারইয়ারহাটে মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাস চাপায় এক কলেজছাত্র নিহত ও ৩জন আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট মসজিদ গলির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সাঈদ (১৯)। সে বারইয়ারহাট ডিগ্রী কলেজের ছাত্র। নিহত সাঈদ জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামের হানিফের ছেলে। এ ঘটনায় আহতরা হলো তার সহপাঠী জামালপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সজীব, উত্তর সোনাপাহাড় গ্রামের তোতামিয়ার ছেলে অনাবিল হায়দার তমাল, আলমগীরের ছেলে পথচারী সোহেল। এ ঘটনায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নেত্রকোনা নেত্রকোনা-কেন্দুয়া সড়কে বায়রাউড়া এলাকায় বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল ও লরির সংঘর্ষে রফিকুল ইসলাম কাঞ্চন (৫০) নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার মদনপুর গ্রামের মৃত আবদুল গফুর ফকিরের ছেলে। এ সময় তার স্ত্রী ফরিদা বেগমও গুরুতর আহত হন। তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে রফিকুল ইসলাম তার স্ত্রী ফরিদা বেগমকে নিয়ে মোটরসাইকেলে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে যাচ্ছিলেন। নেত্রকোনা-কেন্দুয়া সড়কের বায়রাউড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এলাকাবাসী আহত ফরিদা বেগমকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। ভালুকা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার নিশিন্দা নামকস্থানে বৃহস্পতিবার ভোরে ট্রাকের ধাক্কায় ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। জানা যায়, ঘটনার সময় ময়মনসিংহগামী ট্রাক্টরকে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে চালক এমরান হোসেন (২৮) রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত এমরান ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামের আজিজুল হকের ছেলে। লালপুর নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় সাহাদুল ইসলাম (৩২) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বনপাড়া-নাটোর সড়ক উপজেলার গুদড়ায় ট্রাকের সঙ্গে সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাহাদুল নিহত হয়। সে বড়াইগ্রাম উপজেলার বাহিমালী গ্রামের হালিম মোল্লার পুত্র।
×