ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সেন্টমার্টিন সাগরে ভাসছে বিশাল মৃত তিমি

প্রকাশিত: ০৯:৩০, ১৭ জানুয়ারি ২০২০

সেন্টমার্টিন সাগরে ভাসছে বিশাল মৃত তিমি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সমুদ্রে বিশাল আকৃতির একটি মৃত ‘তিমি’ মাছ ভাসতে দেখেছেন পর্যটক ও স্থানীয়রা। জেলে, ভ্রমণে আসা পর্যটক ও স্থানীয় লোকজন ভাসমান ‘বালেন’ প্রজাতির তিমি মাছটি দেখতে ট্রলার নিয়ে ভিড় করছে সাগরে। পৃথিবীর জল স্থলে সবচেয়ে বড় প্রাণী এই তিমি মাছটি ভাসমান অবস্থায় বুধবার দুপুরে সকলে দেখতে পায় সেন্টমার্টিনের কাছাকাছি সমুদ্রে। জানা গেছে, বুধবার সকালে পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনে যাবার সময় মাঝ পথে সমুদ্রে বিশাল আকৃতির একটি তিমি দেখা গেছে। এই তিমি মাছটি প্রথমে চোখে পড়ে পর্যটকদের। পরে মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়লে জাহাজে থাকা পর্যটকদের সবাই ছুটে যান সেটিকে এক নজর দেখতে। মৃত তিমি মাছটি ৪০ ফুট লম্বা হতে পারে বলে সবার ধারণা। বরিশালে বাস থকে ৮০ মণ জাটকা উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ রাষ্ট্রীয় সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) একটি যাত্রীবাহী বাস থেকে ৮০ মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অপু নামের এক ব্যবসায়ী ও বাসের সুপারভাইজার ফয়সালকে আটক করেছে পুলিশ। বাসটি যাত্রী নিয়ে ভোলা থেকে যশোর যাওয়ার পথে বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বরিশাল সদর উপজেলার দিনারেরপুল এলাকায় আটক করা হয়। বরিশাল বন্দর থানার এসআই মেহেদী হাসান জানান, বাস থেকে ৮০ মণ জাটকা উদ্ধার এবং ব্যবসায়ী ও বাসের সুপারভাইজারকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। উদ্ধারকৃত জাটকা ইলিশ ও আটক দুইজনকে মৎস্য বিভাগের নির্দেশে বরিশাল সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের সোপর্দ করা হবে।
×