ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যশোরে ১শ’ ৩২ ইটভাঁটির বৈধতা নেই

প্রকাশিত: ০৯:২৯, ১৭ জানুয়ারি ২০২০

যশোরে ১শ’ ৩২ ইটভাঁটির বৈধতা নেই

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর জেলার ২শ’ ১২টি ইটভাঁটির মধ্যে ১শ’ ৩২ ভাঁটির বৈধতা নেই। পরিবেশের ছাড়পত্র ছাড়াই চলছে বাকিগুলো। জিগজ্যাগ পদ্ধতির মাত্র ৮০টি ভাঁটি চলছে আইনসিদ্ধভাবে। পরিবেশ আইন মোতাবেক বেশিভাগ ভাঁটির বৈধতা না থাকায় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে নামছে পরিবেশ অধিদফতর। পবিবেশ আইন অনুযায়ী, এক কিলোমিটারের মধ্যে আবাসিক এলাকা, সরকারী বা ব্যক্তি মালিকানাধীন বন, বাগান জলাভূমি, কৃষি জমি, বিশেষ কোন স্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠান বা অনুরূপ কোন স্থান বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে এক কিলোমিটার বা এক হাজার মিটার দূরত্বে ইটভাঁটি স্থাপন করতে হবে। একই সঙ্গে ভাঁটিগুলো এখন জিগজ্যাগ পদ্ধতির হতে হবে। ১শ’ ২০ ফিট চিমনির সনাতনী ভাঁটি আইনসিদ্ধ নয়। কিন্তু যশোর জেলার অধিকাংশ ভাঁটির ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটেছে। আইনের ব্যত্যয় ঘটলেও অনেকে ছাড়পত্র সংগ্রহ করেছেন। যদিও বিধি অনুযায়ী পরিবেশ আইন কার্যকর হওয়ার থেকে নিষিদ্ধ এলাকার সীমানার অভ্যন্তরে ইটভাঁটি স্থাপনের জন্য পরিবেশ অধিদফতর, বা অন্য কোন কর্তৃপক্ষ কোনরূপ অনুমতি বা ছাড়পত্র বা লাইসেন্স দিতে পারবে না। কিন্তু অনেকেই বাকা পথে ছাড়পত্র সংগ্রহ করেছেন। যশোরে এমন ভাঁটিও রয়েছে যার এক কিলোমিটারের মধ্যে নয়, ২০ গজের মধ্যেই রয়েছে বসতবাড়ি, ১শ’ গজের মধ্যে ঘনবসতি গ্রাম। প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন শর্তই মানা হয়নি। এই তালিকায় যশোরে রয়েছে ১শ’ ১৯ ইটভাঁটি। এগুলো জিগজ্যাগ হলেও পরিবেশ আইন মানা হয়নি। যে কারণে এগুলো অবৈধ তালিকায় পড়েছে। ৩৩টি ভাটির ব্যাপারে যশোর পরিবেশ অধিদফতর ঢাকা সদর দফতরের মনিটরিং ও ইনফোর্সমেন্ট শাখায় প্রতিবেদন পাঠিয়েছে। এগুলো দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যে ভাই ভাই ব্রিকস, বিশ্বাস, বানী, মেসার্স যশোর ব্রিকস, ফিরোজ, মুন, শরীফ, রানা, ন্যাশনাল, সোহাগ, নিউ বোল্ড, বন্ড, এনপি, জাহাঙ্গীর ব্রিকস, প্রয়েন্ট, নিউ, এসএন, নিউ ফাইড স্টার, ১ নিউ ফাইভ স্টার ২, মেঘনা, আশা ব্রিকসসহ ৩৩টি ইটভাঁটি রয়েছে। এছাড়া জেলার যে ৮০টি বৈধ ইটভাঁটি খাতাকলমে রয়েছে, তাদের ব্যাপারে নতুন করে খোঁজ খবর নেবে পরিবেশ অধিদফতর। পরিবেশ অধিদফতর যশোরের উপপরিচালক কামরুজ্জামান সরকার বলেন, ইটভাঁটি সংক্রান্ত সব অসংগতি ও অনিয়মের বিরুদ্ধে মাঠে নামা হবে।
×