ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গোবিন্দগঞ্জ পৌর মেয়রের ছেলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৯:২৯, ১৭ জানুয়ারি ২০২০

গোবিন্দগঞ্জ পৌর মেয়রের ছেলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৬ জানুয়ারি ॥ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকারের একমাত্র ছেলে আশিকুর রহমান সাম্য (১৪) হত্যা মামলার রায়ে ১১ আসামির মধ্যে তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া এক পৌর কাউন্সিলর ও দুই মহিলাসহ আট আসামির প্রত্যেককে পাঁচ বছরের কারাদ- ও এক লাখ টাকা অর্থদ-ের আদেশ দেয়া হয়েছে। বৃহস্প্রতিবার বেলা সাড়ে ১১টায় গাইবান্ধার জেলা ও দায়রা জজ দীলিপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। ফাঁসির আসামিরা হলো- শাহরিয়ার সরকার হৃদয়, রকিবুল হাসান সজিব ও মাহমুদুল হাসান জাকির। যাদের কারাদ- ও অর্থ হয়েছে তারা হলো- গোবিন্দগঞ্জ পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন, মাসুদ প্রধান সুজন, আল আমিন ইসলাম, রাবেয়া বেগম, আল আমিন, শিমুল মিয়া, রুনা বেগম ও জাহাঙ্গীর আলম। মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার পরদিন সকালে গোবিন্দগঞ্জ শহরের বর্ধনকুঠি বটতলা মোড় এলাকার কমিউনিটি সেন্টারের পেছনের একটি সেপটিক ট্যাঙ্ক থেকে হাত-পা বাঁধা অবস্থায় সাম্যের লাশ উদ্ধার করে পুলিশ। সেসময় পুলিশ জানায়, ঈদের আগের রাতে সুকৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে সাম্যকে হত্যা করে ওই সেপটিক ট্যাঙ্কে ফেলে রাখে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওইদিনই পুলিশ ৮ জনকে গ্রেফতার করে। সেসময় সাম্য গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল। ওই ঘটনার পর সাম্যের বাবা পৌর মেয়র আতাউর রহমান বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় ওই খুনের মূল পরিকল্পনাকারী হিসেবে পৌর কাউন্সিলর জয়নাল আবেদিনসহ ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মুন্সীগঞ্জে ৭ জনের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, টঙ্গীবাড়ি উপজেলার ব্যবসায়ী মোয়াজ্জেম দেওয়ান হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাত আসামিরা হলো আল আমিন শেখ, শাহজাহান ভূঁইয়া, খোরশেদ আলম, মাসুম সরদার, শামীম শেখ, আল মামুন মোল্লা ও আঃ রাজ্জাক ওরফে জাক্কা। বৃহস্পতিবার দুপুরে চার আসামির উপস্থিতিতে মুন্সীগঞ্জ সিনিয়র দায়রা জজ হোসনে আরা বেগম এই রায় প্রদান করেন। এর মধ্যে মাসুম সরদার, আল মামুন মোল্লা ও আঃ রাজ্জাক ওরফে জাক্কা পলাতক রয়েছে। জানা গেছে, ২০১৪ সালের ৭ আগস্ট রাত সাড়ে ১১টায় মোয়াজ্জেম দেওয়ান দোকান বন্ধ করে একটি ব্যাগে দেড় লাখ টাকা, ফ্লেক্সি ও বিকাশের ৫টি মোবাইল সেট ও প্রেসার মাপার যন্ত্র ইত্যাদি নিয়ে নিজ বাড়িতে ফিরছিল। পথিমধ্যে উপজেলার ধীপাড়া এলাকায় আসামি শাহজাহান মোয়াজ্জেমকে মাথায় আঘাত করে। এরপর মাটিতে লুটিয়ে পড়লে তার বুকের ওপর আঃ রাজ্জাক ওরফে জাক্কা উঠে পড়ে এবং গাছের পাশ থেকে আসামি শামীম, আল মামুন, খোরশেদ ও আল আমিন এসে চেপে ধরে তাকে। তারপর আসামি আল মামুন ধারালো ছোরা দিয়ে গলায় পোচ দিয়ে জবাই করে হত্যা করে মোয়াজ্জেমকে। আসামিরা দেড় লাখ টাকা, ৫টি মোবাইল সেট নিয়ে ভাগ ভাটোয়ারা করে পালিয়ে যায়। কুষ্টিয়ায় নারী নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত নারীর নাম মালেকা খাতুন। সে দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি পাকুরিয়া গ্রামের গোলাম মোস্তফা মোল্লার স্ত্রী। আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৬ এপ্রিল বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি পাকুরিয়া গ্রামে মাদকবিরোধী এক অভিযানকালে গোলাম মোস্তফা মোল্লার স্ত্রী আসামি মালেকা খাতুনের বাড়ি ঘেরাও করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও মালেকা খাতুন আটক হয়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে বিছানা থেকে পলিথিনে মোড়ানো ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। চাঁদপুরে মাদক বিক্রেতা নিজস্ব সংবাদদাতা চাঁদপুর থেকে জানান, হাজীগঞ্জ উপজেলার কামরুল হাসান রাজু নামে এক মাদক বিক্রেতাকে ১০ বছরের সশ্রম কারাদ-, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদ- দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরোয়ার আলম এ রায় দেন। উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাজীগঞ্জ থানা এলাকায় উপপরিদর্শক (এসআই) একেএম মাহমুদুল কবির অভিযান চালিয়ে মমিন মেম্বারের বাড়ি থেকে কামরুল হাসান রাজুকে আটক করতে সক্ষম হয়। ওই সময় রাজুর কাছ থেকে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
×