ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বছরের আলোচিত সিক্যুয়েল

প্রকাশিত: ১২:২৩, ১৬ জানুয়ারি ২০২০

বছরের আলোচিত সিক্যুয়েল

কোনভাবে একটা সিনেমা দর্শকের মন জয় করে নিলে তার পরের কিস্তির জন্য দর্শক মুখিয়ে থাকে। সিনেমাপাড়ায় নতুন বছরেই গুঞ্জন শুরু হয় কি কি সিকুয়েল বছর বাজিমাত করবে। এ বছর যে সিক্যুয়েল সিনেমাগুলো নিয়ে দর্শকমহলে শোরগোল শুরু হয়েছে সেগুলো এক নজরে দেখে নেয়া যাক। নো টাইম টু ডাই স্পাই ফিল্মের জন্ম দেয়া জেমস বন্ড নিয়ে দর্শকের আগ্রহের কমতি নেই। কালো স্যুট পরে এ্যাস্টন মার্টিনে গতির ঝড় তোলা বা ভদকা মার্টিনি শেকেন নট স্টিয়ার্ডে চুমুক দেয়া জেমস বন্ডকে বলা হয় প্রতিটি পুরুষের মধ্যে আজন্ম লালিত স্বপ্নের সমন্বয়। এবার ২৫তম সিনেমায় বন্ডকে দেখা যাবে সিআইএ’র বন্ধু ফেলিক্সের ডাকে এক অপারেশনে যেতে। অবকাশ বাতিল করে নিজের বিশ্বস্ত সহচর এবং পুরনোতম বন্ধুর ডাকে বন্ডকে মুখোমুখি হতে হবে সময়ের থেকে এগিয়ে থাকা এক সুপারভিলেনের। কিছুদিন আগে খবর বেরিয়েছিল সিনেমার শেষ দৃশ্যের জন্য তিনটি বিকল্প দৃশ্যে শূটিং করা হয়েছে। গল্পের শেষে কি হবে তা নাকি জানেন না স্বয়ং ক্রেইগ! উল্লেখ্য, এটিই ক্রেইগের শেষবারের মতো বন্ড সিরিজে অভিনয় করা। টপ গান আশির দশকে এক সিনেমার ফলে আমেরিকান নেভির এভিয়েশন বিভাগে পাইলট হওয়ার জন্য হাজার হাজার যুবক আবেদন করতে শুরু“করে। ২৫ বছর আসছে সেই সিনেমার দ্বিতীয় সিক্যুয়েল। সিনেমাবোদ্ধারা এতক্ষণে হয়ত বুঝে গিয়েছেন টপ গানের কথাই বলা হচ্ছে। টম ক্রুজ ছাড়াও সিনেমায় আছেন মাইলস টেলার, জেনিফার কনেলি, ভাল কিলমার, জন হ্যাম, মনিকা বারবারো, গ্লেন পাওয়েল, এড হ্যারিসসহ অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন ‘অবলিভিয়ন’ এবং ‘ট্রন ল্যাগেসি’র ডিরেক্টর জোসেফ কোসিন্সকি। জুনের শেষ দিকে আকাশ কাঁপাতে আবার আসছে টপ গান। গডজিলা ভার্সেস কং দৈত্যাকার প্রাণীদের দানবীয়যজ্ঞের দর্শক একেবারে ফুরিয়ে যায়নি সেটা গত বছর গডজিলা কিং অব মনস্টার প্রমাণ করে গেছে। এবার গডজিলা এবং কংকে দেখা যাবে এক পর্দায়। কং স্কাল আইল্যান্ডের শিম্পাঞ্জি প্রকৃতির দৈত্যাকার প্রাণী কং মুখোমুখি হবে গডজিলার। এই দুই দানবের লড়াই কি প্রকৃতির নিয়মে লড়াই? না স্বার্থলোভী কোন গোষ্ঠী দুই দানবকে মুখোমুখি করেছে? এই বছরের নবেম্বরে মুক্তি পাবার কথা রয়েছে সিনেমাটির। তখনি এসব প্রশ্নের উত্তর মিলবে। ফাস্ট এ্যান্ড ফিউরিয়াস ৯ এখন পর্যন্তই খুব বেশি কিছু জানা যায়নি এই সিক্যুয়েলের গল্প নিয়ে। জাস্টিন লিনের পরিচালনায় সিনেমাটি এই বছরে মে মাসে মুক্তি পাবার কথা রয়েছে। প্রায় নিশ্চিত যে ভিন ডিজেল, মিশেল রদ্রিগেজ, জর্ডানাসহ পুরনো সব তারকাই থাকছেন। নতুন করে যুক্ত হয়েছেন রেসলার জন সিনা। তবে তার চরিত্র এখনও জানা যায়নি। ২০১৯ সালের শেষ দিকেই সিনেমার শূটিং শেষ হয়েছে বলা জানা যায়। শূটিংয়ের সময় ভিন ডিজেলের স্টান্ট ডাবল মারাত্মকভাবে আহত হয়েছিলেন। হয়ত ‘ফ্যামিলি’ নিয়ে সাইফারকে ধাওয়া বা টোকিও থেকে টেনে আসা কোন গল্প, ট্রেইলার মুক্তির আগে ধোঁয়াশা কাটছেই না। ওয়ান্ডার উইমেন ১৯৮৪ সিনেমার প্লট কি হতে পারে সেটা এখনও পুরোপুরি জানা সম্ভব হয়নি। গত বছরে ব্রাজিলের কমিক এক্সপোর্টে প্রথম এই সিনেমার টিজার প্রকাশ করা হয়। গত বছরই মুক্তি দেয়ার পরিকল্পনা থাকলেও স্টার ওয়ার্সের সঙ্গে সাংঘর্ষিক হবে বলে সেটা পিছিয়ে চলে আসে ২০২০ সালের জুনে। ওয়ান্ডার ওমেনের সঙ্গে তার ট্রেভরকেও দেখা যাবে এই সিনেমায়। চিকেন রান ২ ২০ বছর পর মুক্তি পাচ্ছে এ্যানিমেশন সিনেমা চিকেন রানের দ্বিতীয় ছবি। প্রথম ছবি ছেলেবুড়ো সবার মন জয় করে নিয়েছিল সে সময়। ২২৫ মিলিয়ন ডলার আয় করে ভাল ব্যবসাও করেছিল। স্যাম ফেলের পরিচালনায় জুন মাসে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি চিকেন রান ২। দ্য কনজ্যুরিং আইএমডিবির তথ্য অনুযায়ী সিনেমার প্লট অজানা। কিন্তু দ্য কনজ্যুরিংয়ের তৃতীয় কিস্তি আসছে এমন খবরই ভৌতিক সিনেমাপ্রেমীদের শিরদাঁড়ায় ঠাণ্ডা ¯্রােত প্রবাহ করতে যথেষ্ট। সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। হিটম্যানস ওয়াইফ বডিগার্ড এ্যাকশনের সঙ্গে কমেডি, ২০১৭ সালের হিটম্যানস বডিগার্ড দেখে দর্শক একদিকে যেমন হেসে খুন হয়েছিল আরেকদিকে দুর্দান্ত এ্যাকশন উপভোগ করেছিল। সেই সিনেমার দ্বিতীয় ছবি আসছে আগস্টে। নাম থেকে ধারণা করা যাচ্ছে হিটম্যানের স্ত্রী চরিত্রে অভিনয় করা সালম্যা হায়েক সিনেমার কেন্দ্রীয় চরিত্র।
×