ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হীম শীতে জমে উঠেছে ॥ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

প্রকাশিত: ১২:২৩, ১৬ জানুয়ারি ২০২০

হীম শীতে জমে উঠেছে ॥ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

এবারের শীতের শাসন অন্যবারের থেকে একটু কড়া। ঢাকাসহ সারাদেশেই চলছে শীতের প্রোকপ তবে ঢাকাবাসীর কছে শীত সব সময় একটা উপভোগের বিষয়। আর এই উপভোগ্য সময়ে ঢাকায় বসেছে ১৮তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত ১১ জানুয়ারি শুরু হয়ে এই উৎসব। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব। শুরুটা একটু বিবর্ণ হলেও শুরুর কয়েক দিনের মধ্যে জমে উঠেছে এবারের উৎসব। প্রদর্শন স্থলে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কাসহ অন্যান্য দেশের প্রদর্শিত সিনেমা দেখে দর্শক ভীষণ উচ্ছ্বসিত। বাংলাদেশের ‘মাটির ময়না’, ‘গেরিলা’, ‘সংগ্রাম’, ‘মেইড ইন বাংলাদেশ’ এর মতো সিনেমা উৎসবে প্রশংসা কুড়াচ্ছে তেমনি ভারতের ‘বিজয়া’, ‘বিসর্জন’, ‘রাজি’, ‘গালিবয়’, ছাপাকের মতো সিনেমা দর্শকদের এই হীম শীতে উষ্ণতা যোগাচ্ছে। দেশ-বিদেশের সিনেমা এবং দর্শনার্থীদের পদচারণায় মুখরিত উৎসব স্থল। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে বরাবরের মতোই এবারের উৎসবেও এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট এ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগে ৭৪টি দেশের ২২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য (৭০ মিনিটের বেশি) চলচ্চিত্রের সংখ্যা ১১৭, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্রের সংখ্যা ১০৩। বাংলাদেশের চলচ্চিত্র আছে ২৬টি, যার মধ্যে ১৮টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন এবং ৮টি পূর্ণদৈর্ঘ্য। উৎসবে চলছে... জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, মধুমিতা সিনেমা হল ও স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও সীমান্ত স্কয়ার। উৎসবের প্রপ্তি এবারের উৎসবে প্রতিযোগিতা বিভাগে (এশিয়ান কম্পিটিশন) এশিয়ার বিভিন্ন দেশ থেকে ১৯টি চলচ্চিত্র নিয়ে গঠিত (ন্যূনতম ৭০ মিনিট ব্যাপ্তির ফিকশন ফিল্ম) প্রতিযোগিতা বিভাগ সেরা চলচ্চিত্র নির্ধারণে থাকবে পাঁচ সদস্যবিশিষ্ট একটি স্বাধীন আন্তর্জাতিক জুরিবোর্ড। শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য পুরস্কার হিসেবে থাকছে একটি ক্রেস্ট, সার্টিফিকেট ও এক লাখ টাকা। এ ছাড়া শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক এবং শ্রেষ্ঠ চিত্রনাট্যকার জন্য পুরস্কার হিসেবে থাকছে একটি সার্টিফিকেট ও ক্রেস্ট।
×