ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘কখনও ভাবিনি বার্সিলোনার কোচ হব’

প্রকাশিত: ১২:১৬, ১৬ জানুয়ারি ২০২০

‘কখনও ভাবিনি বার্সিলোনার কোচ হব’

স্পোর্টস রিপোর্টার ॥ পেপ গার্ডিওলা ন্যুক্যাম্প ছাড়ার পর থেকে বার্সিলোনার সেই টিকিটাকা ফুটবল উধাও। এরপর বেশ কয়েকজন কোচ হাল ধরেছেন মেসি-পিকেদের। কিন্তু কেউই বার্সাকে গতিময়, অপ্রতিরোধ্য, নান্দনিক করতে পারেননি। এ ধারাবাহিকায় আর্নেস্টো ভালভার্ডেকে বিদায় নিতে হয়েছে। বার্সিলোনার নতুন কোচ হয়েছেন কুইকে সেতিয়েন। দায়িত্ব নেয়ার পর তিনি কাতালানদের পুরনো রাজত্ব ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মূলত কাতালানদের ফুটবল দর্শনের সঙ্গে মিল থাকায় রিয়াল বেটিসের সাবেক এই কোচকে নিয়োগ দিয়েছে বার্সা কর্তৃপক্ষ। কোচ সেতিয়েনও জানিয়েছেন, তিনি বার্সার আস্থার প্রতিদান দিতে প্রস্তুত। ৬১ বছর বয়সী সেতিয়েন বলেন, ক্লাবকে ধন্যবাদ। যেমনটি আমার বুনো স্বপ্নের মধ্যে আমি কখনও ভাবিনি যে আমি এখানে আসব। আমার জন্য বিশেষ দিন, আমি কৃতজ্ঞ। আমি এই প্রজেক্ট নিয়ে খুবই রোমাঞ্চিত এবং এটা আমার জন্য চ্যালেঞ্জ। বার্সা কোচ বলেন, আমি আমার শহরে হাঁটা উপভোগ করছিলাম। এখন আমি বিশ্বের সেরা খেলোয়াড়দের কোচিং করাতে যাচ্ছি। এই প্রস্তাব গ্রহণ করতে আমার পাঁচ মিনিটের বেশি সময় লাগেনি। ফিরলেন সুরাঙ্গা লাকমল স্পোর্টস রিপোর্টার ॥ দিমুথ করুনারতেœকে অধিনায়ক করে জিম্বাবুইয়ে সফরে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ দলে দুইটি পরিবর্তন এসেছে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেসার সুরাঙ্গা লাকমাল। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়তে হয়েছে অসিথা ফার্নান্দোকে। যিনি কিনা পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডে থাকলেও কোন ম্যাচ খেলতে পারেননি। অন্যদিকে অফফর্মের কারণে বাদ পড়েছেন তারকা ব্যাটসম্যান কুশল পেরেরা। রবিবার হারারেতে শুরু প্রথম টেস্ট। শ্রীলঙ্কা টেস্ট দল : দিমুথ করুনারতেœ (অধিনায়ক), ওসাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, এ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্দিমাল, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান দিকওয়েলা, দিলরুয়ান পেরেরা, লাসিথ এম্বুলডেনিয়া, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাশুন রাজিথা, লক্ষণ সান্দাকান, সুরাঙ্গা লাকমল।
×