ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুজিববর্ষ এ্যাথলেটিক্স শুরু আজ

প্রকাশিত: ১২:১৬, ১৬ জানুয়ারি ২০২০

মুজিববর্ষ এ্যাথলেটিক্স শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ১৪ বছর পর ৫ম বারের মতো বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুুজিববর্ষ-২০২০ উপলক্ষে ৪৩তম জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা। আজ সকালে এম এ আজিজ জাতীয় স্টেডিয়াম শুরু হবে আসর। টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। প্রতিযোগিতা উপলক্ষে সারা বাংলাদেশ থেকে আগত ৪০টি সংস্থার ৪১০ জন এ্যাথলেট অংশগ্রহণ করবেন। দেশের সর্ববৃহৎ ও বর্ণাঢ্য এই ক্রীড়ানুষ্ঠানের ৩ দিনব্যাপী এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা ২টি গ্রুপে ৩৬টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরুষদের ২২টি ইভেন্ট ও মহিলাদের ১৪টি ইভেন্ট। বন্দরনগরী চট্টগ্রামে জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ১৯৭৫ সালে প্রথম শুরু পরবর্তীতে ১৯৭৯, ১৯৮৫ ও সর্বশেষ ২০০৫ সালে অনুষ্ঠিত হয়। এবারও সেই ধারাবাহিকতায় জাতীয় এ্যাথলেটিক্সে জেলা, বিভাগ বা অঞ্চলভিত্তিক এ্যাথলেটদের মাঝে মাদার অল গেমস খ্যাত এ্যাথলেটিক্স বুঝানোর জন্যই ২০২০ সালে এই উদ্যোগ গ্রহণ। এর আগে বুধবার এম এ আজিজ স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের চতুর্পাশে প্রদক্ষীণ করে স্টেডিয়ামে এসে সমাপ্ত হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সহ-সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রকিব (মন্টু), সিজেকেএস-এর অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ শাহাবুদ্দিন শামীমসহ আরও অনেকে।
×