ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুযোগ কাজে লাগাতে পারলে জিততেও পারতাম ॥ জেমি

প্রকাশিত: ১২:১৬, ১৬ জানুয়ারি ২০২০

সুযোগ কাজে লাগাতে পারলে জিততেও পারতাম ॥ জেমি

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ফুটবল আসর বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। একদিকে গত আসরের চ্যাম্পিয়ন ফিলিস্তিন। আরেকদিকে গত আসরের সেমিফাইনালিস্ট স্বাগতিক বাংলাদেশ। বুধবার এই দু’দল ‘এ’ গ্রুপে নিজেদের ও ষষ্ঠবারের মতো আয়োজিত এই আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল। ফলাফল? সর্বশেষ আসরের মতোই, ০-২ গোলে বাংলাদেশের হার। ম্যাচের আগেরদিন বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ জেমি ডে আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, তিনি ফিলিস্তিনকে জিততে দেবেন না। অর্থাৎ তার শিষ্যরা জিতবে বা ড্র করবে। কিন্তু বুধবার এর দুটোর কোনটিই হয়নি, বরং হেরে গেছে তার শিষ্যরা। ম্যাচ শেষে তিনি ব্যাখ্যা করেন এই পরাজয়ের, ‘কোন সন্দেহ নেই, ফিলিস্তিন কঠিন প্রতিপক্ষ। তাদের দলে ভাল খেলোয়াড় রয়েছে, ভাল দল। তাদের বিপক্ষে সুযোগ পেলে কাজে লাগাতে হয়। এই ম্যাচেও আমরা গোল করার সমস্যা থেকে বের হতে পারিনি। ফিনিশিংয়ের সমস্যা ছিল। রক্ষণভাগেও সমস্যা ছিল। ফিনিশিং ভাল হলে, সুযোগ কাজে লাগাতে পারলে আমরা জিততেও পারতাম।’ ফিলিস্তিনের এই দলটি তরুণদের নিয়ে গড়া। তাদের বিপক্ষেও বাংলাদেশ এভাবে নাজেহাল হলো কেন? জেমি ঠিক খাটো করে দেখতে চাইছেন না ফিলিস্তিনকে, ‘তাদের দলে তরুণ খেলোয়াড় আছে। আমাদের দলেও আছে। তারা কিন্তু ভাল দল। তরুণরা বেশ ভাল খেলেছে। আমরা কিছু ভুল করেছি। যেগুলো না করলেও হতো।’ এই ম্যাচে হেরে যাওয়ায় পরের ম্যাচটিতে চাপ বেড়ে গেল কী না? জেমি ডে বলেছেন, ‘চাপ তো প্রত্যেক ম্যাচেই থাকে। তবে আশা করছি ছেলেরা পরের ম্যাচে ভাল করবে।’ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের সহকারী কোচ ফাহাত আতেল জোর দিয়ে বলেছেন পরের ম্যাচটিও জিতবেন তারা, ‘এ নিয়ে দ্বিতীয়বারের মতো আমরা বাংলাদেশে এলাম। এবার অবশ্য আমাদের দলে অনেক পরিবর্তন আছে। ১৭ খেলোয়াড় নতুন নিয়ে এসেছি আমরা। আমরা জিততে এসেছি। বাংলাদেশের বিপক্ষে ভাল খেলেছে ছেলেরা। যদিও বাংলাদেশ খারাপ দল নয়, শক্তিশালী। শ্রীলঙ্কার বিপক্ষেও জিতব আমরা। পরের ম্যাচটি আরও ভাল হবে আমাদের।’ রক্ষণভাগের দুর্বলতার সুযোগে বাংলাদেশের জালে বল জড়ান তরুণ ফরোয়ার্ড লাইথ খারুব। এটা ছিল জাতীয় দলের হয়ে তার প্রথম গোল। তিনি হন ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রথমবার খেলতে এসেছি। এটা জাতীয় দলের হয়ে আমার প্রথম গোল ছিল। খুবই ভাল লাগছে। আশা করছি পরের ম্যাচে আরও ভাল খেলতে পারব।’
×