ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইসিসির বর্ষসেরা বেন স্টোকস

প্রকাশিত: ১২:১৪, ১৬ জানুয়ারি ২০২০

আইসিসির বর্ষসেরা বেন স্টোকস

স্পোর্টস রিপোর্টার ॥ সাড়ে চার দশকের অপক্ষোর অবসান ঘটিয়ে ইংল্যান্ডকে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা এনে দেন বেন স্টোকস। লর্ডসের রুদ্ধশ্বাস ফাইনালে জন্মভূমি নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৪ রানের অতিমানবীয় ইনিংস খেলে মূল ম্যাচ ‘টাই’ করেন। সুপার ওভারও ‘টাই’ হলে বাউন্ডারি নিয়মে ট্রফি ওঠে ইংলিশদের হাতে। এরপর এ্যাশেজে হেডিংলি টেস্টে অপরাজিত ১৩৫, শেষ উইকেটে জ্যাক লিচকে নিয়ে ৭৪ রানের জুটিতে এনে দেন ১ উইকেটের রোমাঞ্চকর জয়। যেখানে লিচের অবদান ছিল মাত্র ১ রান। ২০১৯ সালে মোট ২০ ওয়ানডে খেলে ৭১৯ রানের পাশাপাশি ১২ উইকেট শিকার করেন স্টোকস। নিউজিল্যান্ড বংশোদ্ভূত ২৮ বছর বয়সী ইংলিশ অলরাউন্ডার গত বছর টেস্ট খেলেন ১১টি। ২২ উইকেটের পাশাপাশি রান করেন ৮২১। স্বভাবতই বিরাট কোহলি, রোহিত শর্মা, মার্নাস লাবুশেন, প্যাট কামিন্সদের মতো সুপারস্টারদের পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’র ২০১৯ সালের বর্ষসেরা মনোনীত হন বেন স্টোকস। স্টোকস বলেন, ‘বর্ষসেরার স্বীকৃতি স্যার গ্যারি সোবার্স ট্রফি জিততে পারাটা দারুণ তৃপ্তিদায়ক। ইংল্যান্ড ক্রিকেটের জন্য গত এক বছর ছিল অবিশ্বাস্য, বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরতে পারা ছিল আমাদের সেরা অর্জন। গত ১২ মাস আমার ক্যারিয়ারেও সেরা সময়। এই বছরের অর্জনই সামনের বছরগুলোতে আমাদের আরও সাফল্য পেতে অনুঘটক হিসেবে কাজ করবে।’ ২০০৫ সালে এ্যান্ড্রু ফ্লিন্টফ (জ্যাক ক্যালিসের সঙ্গে যৌথভাবে) ও ২০১১ সলে জোনাথন ট্রটের পর মাত্র তৃতীয় ইংলিশ ক্রিকেটার হিসেবে আইসিসি’র বর্ষসেরা হলেন ২৮ বছর বয়সী স্টোকস। ২০১৯ সালে বল হাতে দুরন্ত পারফর্মেন্সের জন্য বর্ষসেরা টেস্ট খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। এ সময়ে ১১ ম্যাচে শিকার করেন ৫৯ উইকেট। বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হওয়ার দৌড়ে কামিন্স পেছনে ফেলেন দুই স্বদেশী স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেনকে। তবে গত বছর ১১ টেস্টে ১১০৪ রান করে বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন লাবুশেন। ২০১৯ সালে ওয়ানডেতে ব্যাট হাতে ২৮ ম্যাচে করেছেন ১৪০৯ রান। এর মধ্যে ওয়ানডে বিশ্বকাপে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রহকারী। এ ভারতীয় করেন ৬৪৮ রান। বিশ্বকাপের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে শচীন টেন্ডুলকর ২০০৩ বিশ্বকাপে করেন ৬৭৩ রান। ব্যাট হাতে মোট সাতটি সেঞ্চুরি হাঁকান রোহিত। কোহলি পেয়েছেন ‘স্পিরিট অব দ্য ক্রিকেট’ পুরস্কার। বল টেম্পারিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে নামা স্টিভেন স্মিথকে বিশ্বকাপের ম্যাচে যখন দুয়ো দিচ্ছিলেন দর্শকরা, কোহলি তখন মাঠ থেকে দর্শকদের আহ্বান জানিয়েছিলেন দুয়ো না দিয়ে অনুপ্রেরণা জোগাতে। ভারতীয় অধিনায়ক স্বীকৃতি পেয়েছেন সেটির জন্যই। এছাড়া আইসিসি’র বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কও নির্বাচিত হয়েছেন কোহলি। সহযোগী দেশগুলোর সেরা স্কটল্যান্ডের কাইল কোয়েটজার। প্রথমবারের মতো সেরা আম্পায়ারের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। আইসিসির বর্ষসেরা- ২০১৯ বর্ষসেরা ক্রিকেটার- বেন স্টোকস (ইংল্যান্ড) বর্ষসেরা টেস্ট ক্রিকেটার-প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার- রোহিত শর্মা (ভারত) বর্ষসেরা টি২০- দীপক চাহার, ৭/৬ বাংলাদেশের বিরুদ্ধে উদীয়মান বর্ষসেরা ক্রিকেটার- মার্নাস লাবুশেন (অস্ট্রেলিয়া) সহযোগী দেশের বর্ষসেরা- কাইল কোয়েটজার (স্কটল্যান্ড) স্পিরিট অব ক্রিকেট এ্যাওয়ার্ড- বিরাট কোহলি বর্ষসেরা আম্পায়ার- রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড) বর্ষসেরা টেস্ট দল, ব্যাটিং অর্ডার অনুযায়ী : মায়াঙ্ক আগারওয়াল, টম লাথাম, মার্নাস লাবুশেন, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভেন স্মিথ, বেন স্টোকস, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নেইল ওয়েগনার ও নাথান লেয়ন। বর্ষসেরা ওয়ানডে দল, ব্যাটিং অর্ডার অনুযায়ী : রোহিত শর্মা, শাই হোপ, বিরাট কোহলি (অধিনায়ক), বাবর আজম, কেন উইলিয়ামসন, বেন স্টোকস, জস বাটলার (উইকেটকিপার), মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ সামি, কুলদীপ যাদব।
×