ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এফএ কাপে জয় টটেনহ্যামের

লুকাকুর নৈপুণ্যে শেষ আটে ইন্টার

প্রকাশিত: ১২:১৩, ১৬ জানুয়ারি ২০২০

লুকাকুর নৈপুণ্যে শেষ আটে ইন্টার

স্পোর্টস রিপোর্টার ॥ বেলজিয়ামের তারকা ফরোয়ার্ড রোমেলু লুকাকুর নৈপুণ্যে ভর করে ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। মঙ্গলবার রাতে শেষ ষোলোর ম্যাচে ইন্টার ৪-১ গোলে হারিয়েছে ক্যাগলিয়ারিকে। বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেন লুকাকু। অন্যদিকে দুই আর্জেন্টাইন ফুটবলারের নৈপুণ্যে ইংলিশ এফএ কাপ ফুটবলের তৃতীয় রাউন্ডে জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার। লন্ডনে ঘরের মাঠে স্পার্সরা ২-১ গোলে হারিয়েছে মিডলসবার্গকে। কোচ জোশে মরিনহোর অধীনে টটেনহ্যামের মূল একাদশে প্রায় অনিয়মিত থাকতে হয় এরিক লামেলা ও জিওভানি লো সেলসোকে। তবে এবার সুযোগ পেয়েই নিজেদের প্রমাণ করেছেন এই দুই আর্জেন্টাইন মিডফিল্ডার। লামেলা-সেলসোর গোলেই জয় পেয়েছে স্পার্সরা। চোটের কারণে মাঠের বাইরে আছেন টটেনহ্যামের ইংলিশ অধিনায়ক হ্যারি কেন। ডেলে আলি ও সং হিয়ুং মিনের মতো তারকারা ছিলেন না মূল একাদশে। তবে ঘরের মাঠে শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে চ্যাম্পিয়ন্স লীগের বর্তমান রানার্সআপরা। এই সুযোগ তারা পেয়ে যায় ম্যাচের দ্বিতীয় মিনিটেই। টটেনহ্যামকে এগিয়ে দেন লো সেলসো। এগিয়ে গিয়ে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে টটেনহ্যাম। ১৫ মিনিটে ফের গোলের আনন্দে ভাসে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামের দর্শকরা। স্পার্সদের ব্যবধানটা দ্বিগুণ করে দেন লামেলা। বিরতি থেকে ফিরে অবশ্য আর কোন গোলের দেখা পায়নি টটেনহ্যাম। উল্টো ৮৩ মিনিটে একটি গোল শোধ করে ম্যাচে ফিরতে চেষ্টা করে মিডলসবার্গ। তবে শেষ পর্যন্ত ব্যবধানটা ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে মরিনহোর শিষ্যরা। ইতালিয়ান কাপে ম্যাচ শুরুর মাত্র ২১ সেকেন্ডেই প্রথম গোলটি করেন লুকাকু। ইতালিতে ফিরে আসার পর লুকাকু যেন নবজন্ম ফিরে পেয়েছেন। সবধরনের প্রতিযোগিতায় এ নিয়ে ৬ গোল করলেন এই বেলজিয়ান তারকা। সিরি’এ লীগে ১৯ ম্যাচে এ পর্যন্ত করেছেন ১৪ গোল। ২২ মিনিটে ইন্টারের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন বোয়া ভালেরো। বিরতির তিন মিনিট পর নিকোলো বারেলার কর্নার থেকে লুকাকু হেডের সাহায্যে নিজের দ্বিতীয় গোল করেন। ৭২ মিনিটে ক্রিশ্চিয়ান অলিভা ক্যাগলিয়ারির হয়ে এক গোল পরিশোধ করেন। কিন্তু ৮০ মিনিটে ক্রিশ্চিয়ানো বিরাগির কর্নার থেকে আন্দ্রে রানোচিয়া মিলানের হয়ে চতুর্থ গোলটি করলে বড় জয় পায় স্বাগতিকরা। ম্যাচশেষে লুকাকু বলেন, ইন্টার আমার সেরা পছন্দ ছিল। এখানেই আমি খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তুলতে পারব বলে আমার বিশ্বাস। দলের জন্য আমি সবকিছুই দিতে প্রস্তুত আছি। এভাবেই আমি সবসময় খেলে থাকি। এ কারণে সমর্থকরাও আমকে পছন্দ করে। সিরি’এ লীগে রেকর্ড টানা ১০ ম্যাচে অপরাজিত থাকা বর্তমান চ্যাম্পিয়ন ল্যাজিও রোমে ক্রিমোনেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। স্টাডিও অলিম্পিকোর ঘরের মাঠে ১০ মিনিটে প্যাট্রিচের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। জনির ক্রস থেকে মার্কো পারোলো ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। সপ্তাহের শুরুতে নেপোলিকে ১-০ গোলে হারানোর ম্যাচটি থেকে আটটি পরিবর্তন করে দল সাজিয়েছিলেন ল্যাজিও কোচ সিমোনে ইনজাগি। তবে দলে ছিলেন সিরি’এ লীগের সর্বোচ্চ গোলদাতা সিরো ইমোবিলে। বিরতির ১২ মিনিট পর দলের হয়ে তৃতীয় গোলটি করেন ইতালিয়ান ফুটবলার। এই নিয়ে সবধরনের প্রতিযোগিতায় ২৩ গোল করলেন ইমোবিলে। শেষ মিনিটে আবারও জনির নিখুঁত ক্রস থেকে বাস্তোর বুলেট হেড ল্যাজিওকে বড় জয় উপহার দেয়।
×