ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শীতার্তদের কম্বল দিলেন রাসিক মেয়র লিটন

প্রকাশিত: ১২:০০, ১৬ জানুয়ারি ২০২০

শীতার্তদের কম্বল দিলেন রাসিক মেয়র লিটন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সিটি কর্পোরেশনের ৩১টি কমিউনিটি থেকে দরিদ্র ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে নগর ভবন চত্বরে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে থেকে বিভিন্ন কমিউনিটির শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। নগরীর প্রায় ৫শ’ শীতার্ত মানুষের মাঝে এ সময় শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র বলেন, সরকার দেশের সকল মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠানের উচিত হবে আর্তপীড়িতের পাশে দাঁড়ানো। রাজশাহী সিটি কর্পোরেশন ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজিত অনুষ্ঠানে কাউন্সিলর বেলাল আহম্মেদ, কাউন্সিলর মাজেদা বেগম, লাইলী বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর মহসিন আলী উপস্থিত ছিলেন।
×