ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যশোরে চেক ডিজঅনার

পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ১১:৫৮, ১৬ জানুয়ারি ২০২০

পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে চেক ডিজঅনার মামলায় আলোচিত পুলিশ পরিদর্শক মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। বুধবার ধার্য দিনে আদালতে হাজির না হওয়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু এ আদেশ দিয়েছেন। মোয়াজ্জেম হোসেন বর্তমানে খুলনা ডিআইজি অফিসে কর্মরত এবং ঝিনাইদহের বেড়বাড়ি গ্রামের ইব্রাহিম মোল্যার ছেলে। জানা গেছে, ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের এ্যাডভোকেট মাহবুব আলম যশোর আইনজীবী সমিতির সদস্য। পুলিশ পরিদর্শক মোয়াজ্জেম হোসেন তার পূর্ব পরিচিত ও ঘনিষ্ঠজন। মোয়াজ্জেম হোসেনের টাকার বিশেষ প্রয়োজনে অল্প দিনের মধ্যে পরিশোধের অঙ্গীকারে মাহবুব আলমের কাছ থেকে ৬ লাখ ৪০ হাজার টাকা ধার নেন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হয়ে মোয়াজ্জেম হোসেন টালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে আলোচনার পর সোনালী ব্যাংক বাগেরহাট শাখার ৬ লাখ ৪০ হাজার টাকার একটি চেকে স্বাক্ষর করে দেন। ধার্য দিনে ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় তা প্রত্যাখ্যাত (ডিজঅনার) হয়। পরবর্তীতে মোয়াজ্জেম হোসেনকে লিগ্যাল নোটিসের মাধ্যমে টাকা দেয়ার জন্য অনুরোধ করা হলেও টাকা পরিশোধ করেননি। অবশেষে টাকা আদায়ে ব্যর্থ হয়ে ২০১৯ সালের ৬ নবেম্বর তিনি আদালতে এ মামলা করেন। আদালতের বিচারক অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছিলেন। বুধবার ধার্য দিনে আসামি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে।
×