ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে শীতজনিত রোগ বাড়ছে

প্রকাশিত: ১১:৫৫, ১৬ জানুয়ারি ২০২০

খাগড়াছড়িতে শীতজনিত রোগ বাড়ছে

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ১৪ দিনে সদর হাসপাতালে মারা গেছে ৭ শিশু। গত কয়েকদিনের ঠা-ায় বেড়েছে নিউমোনিয়া আক্রান্তের সংখ্যা। রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। আতঙ্কিত না হয়ে শিশুর বাড়তি যতœ নেয়ার পাশাপাশি নিউমোনিয়া প্রতিরোধে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। খাগড়াছড়িতে এবার বাড়ছে ঠা-ার প্রকোপ। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছে দুর্গম এলাকার মানুষ। ঠা-ার প্রভাবে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। শ্বাসকষ্ট, জ্বর, ঠা-া ছাড়াও শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া ও ডায়রিয়ায়। নতুন বছরের প্রথম ১৪ দিনে মারা গেছে ৭ শিশু। আক্রান্ত শিশুদের বেশির ভাগের বয়স ৬ থেকে ১৮ মাস। বাড়তি রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা। জেলার বিভিন্ন উপজেলা থেকে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসছে রোগীরা। নওগাঁয় ব্যাংকসহ সাত অফিসে চুরি নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৫ জানুয়ারি ॥ মঙ্গলবার রাতে ধামইরহাটে ব্যাংকসহ সাতটি সরকারী অফিসে চুরি হয়েছে। নগদ টাকা ও মূল্যবান কাগজপত্র তছনছ করেছে চোরের দল। এ বিষয়ে ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করেছে সংশ্লিষ্ট অফিস প্রধানগণ। ঘটনার পর থেকে প্রশাসন এলাকায় ব্যাপক নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সূত্র জানায়, ঘটনার রাতে উপজেলার আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক, উপজেলা হিসাব রক্ষণ অফিস, উপজেলা ভূমি অফিস, উপজেলা পল্লী উন্নয়ন অফিস, উপজেলা মৎস্য অফিস, উপজেলা যুব উন্নয়ন অফিস ও উপজেলা শিক্ষা অফিসে মুখোশধারী চোরের দল অফিসের দরজার তালা ভেঙ্গে ও পেছনের জানালার গ্রিল এবং লোহার হ্যাজবোল্ড, কলাপসিবল গেট কেটে ভেতরে প্রবেশ করে। সিসিটিভির ফুটেজ মতে, বুধবার ভোর ৩টার দিকে চোরের দল অফিস পাড়ায় এ হামলা চালিয়ে বিভিন্ন অফিসগুলোই প্রবেশ করতে দেখা যায়।
×