ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৯ উপদেষ্টার নাম ঘোষণা করলেন জিএম কাদের

কমিটি থেকে বাদ পড়া ১৬ জনকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিলেন রওশন

প্রকাশিত: ১১:২৩, ১৬ জানুয়ারি ২০২০

কমিটি থেকে বাদ পড়া ১৬ জনকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিলেন রওশন

স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় কাউন্সিলের পর দলের নেতাদের পদ পাওয়া, না পাওয়া নিয়ে আবারও বিরোধী দল জাতীয় পার্টিতে নতুন করে সঙ্কটের সৃষ্টি হয়েছে। দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ তার অনুসারীদের কমিটি থেকে বাদ দেয়ায় চটেছেন। গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটির সকল পদ দেয়ার দায়িত্ব নবনির্বাচিত চেয়ারম্যান জিএম কাদেরের হলেও বুধবার ১৬ জনকে দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদ দিয়েছেন এরশাদের স্ত্রী রওশন। তার ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদও রয়েছেন এর মধ্যে। যদিও জাপা চেয়ারম্যান বলছেন, রওশনের পদ দেয়ার কোন এখতিয়ার নেই। বুধবার দুপুরে জাতীয় পার্টির প্যাডে তার স্বাক্ষরিত এক চিঠিতে এসব পদায়ন করা হয়। চিঠিতে রওশন বলেন, এই মনোনয়ন ও সাংগঠনিক নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে। এদিকে স্ত্রী-বোনসহ দলের ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ অনুমোদন করে নয় জনের নাম ঘোষণা করেছেন জিএম কাদের। সম্মেলনের ১৯ দিন পর তৃতীয় দফায় উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হলো। নিজের অনুসারীদের নিয়োগের বিষয়ে জানতে চাইলে রওশন এরশাদ বলেন, দলে যাদের ত্যাগ ও শ্রম রয়েছে, তাদের নতুন কমিটিতে যথাযথ সম্মান দেয়া হয়নি। তাই চিফ প্যাট্রন হিসেবে আমি বাদ পড়া নেতাদের মূল্যায়ন করেছি। রওশন বলেন, এম এ সাত্তার শুরু থেকে দলে আছেন। তিনি অনেক সিনিয়র। তাকে কো-চেয়ারম্যান করেছি। প্রফেসর দেলোয়ার হোসেন খান দলের দুঃসময়ের নেতা। তিনি এরশাদকে মুক্ত করার আন্দোলনে জেল খেটেছেন। তাকে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। এভাবে যারা বাদ পড়েছেন, নতুন কমিটিতে তাদের বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। সবাই মিলে যাতে দলকে শক্তিশালী করতে পারি সেজন্য এই পদক্ষেপ নিয়েছি। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, আমরা রওশন এরশাদের এমন কোন চিঠি পাইনি। তাই এ বিষয়ে কোন কথা বলতে পারব না। দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ফোন করা হলে তিনি বলেন, আমাকে এ বিষয়ে বিরক্ত করবেন না। আমার প্রেস সেক্রেটারিকে ফোন করেন। আমি কোন কথা বলব না। কিন্তু তার প্রেস সেক্রেটারি সুনীল শুভ রায়কে একাধিবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি। দলের প্রধান পৃষ্ঠপোষক যাদের নতুন কমিটিতে বিভিন্ন পদে মনোনয়ন দিয়েছেন তারা হলেন কো-চেয়ারম্যান পদে রাহগির আল মাহি সাদ এরশাদ ও এম এ সাত্তার; প্রেসিডিয়াম সদস্য হিসেবে অধ্যাপক দেলোয়ার হোসেন খান, অধ্যাপক মোঃ ইকবাল হোসেন রাজু, নূরে হাসনা লিলি চৌধুরী, অধ্যাপিকা রওশন আরা মান্নান, ফখরুজ্জামান জাহাঙ্গীর, কাজী মামুনুর রশীদ, মাহজাবিন মুর্শেদ, নুরুল ইসলাম ওমর, আরিফুর রহমান খান; ভাইস চেয়ারম্যান পদে আমানত হোসেন আমানত ও সাবেক এমপি ইয়াহিয়া; যুগ্ম মহাসচিব পদে মোঃ জসিম উদ্দিন ভুইয়া ও রেজাউল করিম। দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য মেজর অব. খালেদ আক্তারকে ফের দলের প্রেসিডিয়াম সদস্য করা হবে বলে জানিয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। নাম প্রকাশে অনিচ্ছুক জাপার এক প্রেসিডিয়াম সদস্য বলেন, রওশন এরশাদ দলের ১৬ নেতাকে বিভিন্ন পদে মনোনয়ন দিয়ে দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গার কাছে নির্দেশনা পাঠিয়েছেন। দুপুরে দলের এক নেতা মহাসচিবের কাছে চিঠি পৌঁছে দিয়েছেন। জি এম কাদেরের নয় উপদেষ্টা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টিতে চেয়ারম্যানের ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছেন। তার মধ্যে ৯ জন উপদেষ্টার নাম ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন, চেয়ারম্যানের স্ত্রী শেরিফা কাদের (ঢাকা), সিরাজুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম), ক্কারী মোঃ হাবিবুল্লাহ বেলালী (ময়মনসিংহ), বোন মেরিনা রহমান (নীলফামারী), ড. মোঃ নুরুল আজহার শামীম (ঢাকা), মোঃ হাসিবুল ইসলাম জয় (রংপুর), মনিরুল ইসলাম মিলন (চাঁদপুর), ভাগ্নি ড. মেহেজুবুন্নেসা রহমান (নীলফামারী) এবং আব্দুল্লাহ সিদ্দিকী (সিলেট)। উপদেষ্টাবৃন্দের দায়িত্ব পরবর্তীতে বণ্টন এবং নামের ক্রমানুসার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সময় নির্ধারণ করা হবে। জাতীয় পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের ধারা ১২-এর ৩ উপধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে- যা অবিলম্বে কার্যকর হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। কোন পদে নিয়োগ দেয়ার এখতিয়ার নেই রওশনের এদিকে বুধবার সন্ধ্যায় জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন মিডিয়ায় প্রেরিত এবং কিছু অনলাইন মিডিয়ায় প্রচারিত জাতীয় পার্টির বিভিন্ন পদে নিয়োগ প্রদানের একটি বিভ্রান্তিকর খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সেখানে দেখা গেছে যে, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক কিছু পদে নিয়োগ প্রদান করেছেন। এ ধরনের বিভ্রান্তিকর খবর প্রচার বা প্রকাশ না করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে। কারণ এভাবে কোন নিয়োগ দেয়ার এখতিয়ার প্রধান পৃষ্ঠপোষকের নেই। জাতীয় পার্টির নবম কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক জাতীয় পার্টির বিভন্ন পদে নিয়োগ প্রদানের ক্ষমতা একমাত্র পার্টি চেয়ারম্যানের। অন্য কারো পক্ষে জাতীয় পার্টির কোন পদে কাউকে নিয়োগ দেয়ার ক্ষমতা চেয়ারম্যান ব্যতীত অন্য কারো নেই। অতএব এমন সংবাদে বিজ্ঞ গণমাধ্যম, জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মী এবং জনসাধারণকে বিভ্রান্ত না হতে অনুরোধ করা যাচ্ছে।
×