ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফখরুলের অভিযোগ

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচন নিজেদের পক্ষে নিয়েছে আওয়ামী লীগ

প্রকাশিত: ১১:১৮, ১৬ জানুয়ারি ২০২০

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচন নিজেদের পক্ষে নিয়েছে আওয়ামী লীগ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৫ জানুয়ারি ॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতি এখন দুঃসময়ের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছে। আজকের শত্রু, ঘরের শত্রু ঘরে থেকে বাংলাদেশের মানুষের অধিকারগুলোকে বঞ্চিত করছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ নির্বাচন নিজেদের পক্ষে নিয়েছে এজন্য তাদের কোন লজ্জা নেই। বন্দুক পিস্তলের জোরে ক্ষমতায় বসেছে জনগণের ভোটে নয়। সে কারণেই এই সরকার বৈধ নয়। মির্জা ফখরুল বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ভুল্লী কুমার পুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল আরও বলেন, ১৯৭২ সালে বাকশাল প্রতিষ্ঠা করা এবং বর্তমানে ত্রাসের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নেয়া আওয়ামী লীগের অভ্যাস। ক্ষমতায় চিরদিন টিকে থাকার জন্য নতুন আঙ্গিকে বাকশাল তৈরি করেছে তারা। আওয়ামী লীগের বিচার হবে জনগণের আদালতে। কারণ তারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তারা আজ সমাজটাকে ধ্বংস করে দিয়েছে।
×