ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আর ৬০ দিন

প্রকাশিত: ১১:১৬, ১৬ জানুয়ারি ২০২০

আর ৬০ দিন

স্টাফ রিপোর্টার ॥ সময় এগিয়ে আসছে। একটু একটু করে এগিয়ে আসছে সময়। আজ ১৬ জানুয়ারি বৃহস্পতিবার। ঠিক ৬০ দিন পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপন শুরু হবে। এরই মাঝে আগামী ১৭ মার্চ থেকে পরের বছর ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার। এ সময়ের মধ্যে বহু উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হবে। এখন পর্যন্ত প্রায় ৩০০ কর্মসূচী ঘোষণা করা হয়েছে। মুজিববর্ষ পালনের মাধ্যমে আন্তর্জাতিক পরিম-লে বঙ্গবন্ধুর কর্মময় জীবন আরও ব্যাপক আকারে ছড়িয়ে দেয়ার সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে তিনি বলেন, মুজিববর্ষের আয়োজনের মাধ্যমে বিশ্ববাসী নতুন করে বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে জানার সুযোগ পাবে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ২০২০-২১ সালের জন্য ইউনেস্কোর গ্রহণ করা ৫৯টি বার্ষিকী উদ্যাপনের প্রস্তাবের মধ্যে অন্যতম হচ্ছে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্যাপন। বঙ্গবন্ধুকে কেবল একজন রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং সাধারণ মানুষের অধিকার আদায়ের প্রতীক হিসেবে এই সিদ্ধান্ত গ্রহণে ইউনেস্কো উদ্যোগী হয়। এক্ষেত্রে বঙ্গবন্ধুর অবিচল সংগ্রাম ও ত্যাগের বিষয়গুলো ইউনেস্কো বিশেষভাবে বিবেচনা করেছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ইউনেস্কোর তত্ত্বাবধানে এখন সারা বিশ্ব নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করবে। তিনি বলেন, ব্যক্তি পর্যায়েসহ সরকারী-বেসরকারী সংস্থা ও প্রতিষ্ঠান থেকে মুজিববর্ষ পালনের অসংখ্য প্রস্তাব পাওয়া গেলেও বাস্তবায়নের সুবিধার কথা বিবেচনা করে কর্মসূচী সীমিত রাখা হয়েছে। একইদিন মুজিববর্ষের কর্মসূচী ঘোষণা করেছে ১৪ দল। রাজনৈতিক এই জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, মুজিববর্ষের উদ্বোধনী দিন সন্ধ্যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশব্যাপী মোমবাতি প্রজ্বলন করা হবে। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের মতবিনিময় সভায় এ কর্মসূচী ঘোষণা করা হয়। জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম জানান, মোমবাতি প্রজ্বলন ছাড়াও, সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে থাকবে আলাদা কর্মসূচী। কর্মসূচী শেষে ধানম-ি ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবে ১৪ রাজনৈতিক দলের জোট।
×