ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা সিটি নির্বাচন পেছানোর সুযোগ নেই ॥ ইসি

প্রকাশিত: ১১:১৪, ১৬ জানুয়ারি ২০২০

ঢাকা সিটি নির্বাচন পেছানোর সুযোগ নেই ॥ ইসি

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন পেছানোর সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ইসির সিনিয়র সচিব মোঃ আলমগীর বুধবার বিকেলে সাংবাদিকদের বলেন, ঢাকার দুই সিটি নির্বাচনের জন্য ৩০ জানুয়ারি উপযুক্ত সময়। এই তারিখ আগানো বা পেছানোর কোন সুযোগ নেই। তিনি বলেন, সরকারী ক্যালেন্ডার অনুযায়ী ২৯ জানুয়ারি সরস্বতী পূজা। ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা। মাঝে একদিনই সময় আছে নির্বাচনের জন্য। এ কারণে ৩০ তারিখ নির্বাচনের জন্য ইসি উপযুক্ত সময় মনে করছে। তিনি বলেন, নির্বাচন পেছানোর জন্য আদালতে যে রিট দাখিল করা হয়েছিল আদালত তা খারিজ করে দিয়েছে। আদালত নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত তারিখকে যুক্তিযুক্ত মনে করেছে। রিট খারিজের পর তারা জানিয়েছিলেন যে, আপীল করবেন। আমরা খোঁজ নিয়েছি, এখন পর্যন্ত কোন আপীল দায়ের হয়নি। যেহেতু আপীল দায়ের হয়নি, এ্যাপিলেট ডিভিশন থেকে কোন নির্দেশনা আসেনি। অতএব নির্বাচন কমিশনের নির্ধারিত ৩০ তারিখই ঠিক আছে। এদিকে আদালতে নির্বাচন পেছানো সংক্রান্তি রিট খারিজ করে দেয়ার পর শাহবাগ মোড়ে গত দু’দিন ধরে বিক্ষোভ করছে ছাত্রছাত্রীরা। তারা নির্বাচন পেছানোর দাবি করে এই বিক্ষোভ শুরু করেন। এ অবস্থায় বুধবার নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে। বৈঠক শেষে ইসি সচিব বলেন, বৈঠকে ভোটের তারিখ পরিবর্তন কিংবা আন্দোলন নিয়ে কোন আলোচনা হয়নি। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, যারা করেছে তারা বয়সে অল্প, নবীন। তারা হয়ত কেউ বুঝে, কেউ না বুঝে করছে। আমার ধারণা, কয়েক দিনের মধ্যে তারা বুঝে যাবে যে এটা ঠিক হচ্ছে না। আন্দোলনের কোন প্রভাব নির্বাচনে পড়তে পারে কিনা- প্রশ্নে ইসি সচিব বলেন, প্রভাব পড়ার কথাও না। কারণ কয়েক দিনের মধ্যে তারা বুঝে যাবে যে আন্দোলন করা এটা ঠিক হচ্ছে না। আমার ধারণা একটু পরেই তারা বুঝে যাবে যে, এটা ঠিক হচ্ছে না।
×