ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ্যাপসের মাধ্যমে ধান কেনায় নওগাঁয় ভাল সাড়া

প্রকাশিত: ০৯:৪৩, ১৬ জানুয়ারি ২০২০

এ্যাপসের মাধ্যমে ধান কেনায় নওগাঁয় ভাল সাড়া

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রথমবার এ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহে নওগাঁয় কৃষকের কাছ থেকে ভাল সাড়া মিলেছে-এমন দাবি জেলার খাদ্য বিভাগের। ধান সংগ্রহের গতি বৃদ্ধি ও হয়রানি দূর করতে আধুনিক এ প্রক্রিয়া ব্যবহারকে ইতিবাচক হিসেবেই দেখছেন কৃষকরা। এ্যাপসের ব্যবহারে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতসহ স্বচ্ছতা বাড়বে বলে আশাবাদ খাদ্যমন্ত্রীর। গত ২২ নবেম্বর থেকে কৃষকের কাছ থেকে এক হাজার ৪০ টাকা মণ দরে ধান সংগ্রহের আনুষ্ঠানিকতা শুরু করে নওগাঁ জেলা খাদ্য বিভাগ। ধানের ন্যায্য মূল্য নিশ্চিত ও সংগ্রহে গতি আনতে এবারই প্রথম ১৬ জেলার সদর উপজেলায় চালু করা হয় কৃষক এ্যাপস পদ্ধতি। মোবাইল এ্যাপসের মাধ্যমে এসএমএস প্রক্রিয়ায় আবেদন নিয়ে কৃষক চূড়ান্ত করা হয়। আধুনিক এ প্রক্রিয়া অনুসরণে অনেকটা হয়রানি কমেছে বলে মনে করেন কৃষকেরা। তবে আধুনিক এ প্রক্রিয়াকে আরও সহজ করা ও মোবাইলে বাংলায় এসএমএস দেয়ার দাবি কৃষকদের। কৃষকরা বলেন, লটারিতে আপনার নাম উঠছে, আপনারা ধান সংরক্ষণ করুন। এই কথাগুলো যদি মেসেজে সুন্দর করে লিখত তাহলে ভাল হতো। কৃষকের ভাল সাড়া পাওয়ার কারণে হয়রানি রোধ ও স্বচ্ছতা বাড়বে মনে করছে খাদ্য বিভাগ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান বলেন, সারা বাংলাদেশে যদি সম্ভব হয় তাহলে কৃষকের ধান নিয়ে স্বচ্ছতার বিষয়টি নিশ্চিত হবে। প্রকৃত কৃষকের কাছে ধানের ন্যায্য মূল্য পৌঁছাতে আধুনিক এ পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, এ্যাপসের মাধ্যমে গেলে কৃষক নিজেই জানতে পারবে যে সে কতটুকু ধান বিক্রি করবে। সেখান থেকে লটারিতে আমরা কতখানি নিতে পারব সেটা দেখা যাবে। চলতি আমন সংগ্রহ মৌসুমে নওগাঁয় ২০ হাজার টন ধান সংগ্রহ করবে খাদ্য বিভাগ। যার মধ্যে ১ হাজার টন ধান এ্যাপসের মাধ্যমে নেয়া হচ্ছে।
×