ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

গত বছর ২১৩ কোম্পানি নগদ লভ্যাংশ দিয়েছে

প্রকাশিত: ০৯:৪১, ১৬ জানুয়ারি ২০২০

গত বছর ২১৩ কোম্পানি নগদ লভ্যাংশ দিয়েছে

গত ২০১৯ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ২১৩ কোম্পানি নগদ লভ্যাংশ দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ২০১৯ সালে ২৯৯টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫৯টি কোম্পানি শুধু বোনাস শেয়ার, ১৪০টি কোম্পানি নগদ লভ্যাংশ ও ৭৩টি কোম্পানি নগদ ও বোনাস লভ্যাংশ দুটোই ঘোষণা করে। ঘোষণাকৃত লভ্যাংশের পরিমাণ ১ শতাংশ থেকে ৭০০ শতাংশ। অপরদিকে ২০১৮ সালে ৩০১টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৭৯টি কোম্পানি ২ থেকে ৭৯০ শতাংশ পর্যন্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×