ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সঠিক পথেই এগোচ্ছে ভারত ॥ মোদি

প্রকাশিত: ০৯:৩৭, ১৬ জানুয়ারি ২০২০

সঠিক পথেই এগোচ্ছে ভারত ॥ মোদি

ভারত সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার চেন্নাইতে ‘তুঘলক’ নামে এক তামিল পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে তিনি এ দাবিটি করেন। গত ৬ বছরে ভারতের জিডিপি তলানিতে পৌঁছেছে। এর মধ্যে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রান্তিক প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশে নেমে আসে। স্বভাবতই দেশের অর্থনৈতিক এই বেহাল অবস্থা নিয়ে সরব নানা মহল। যদিও প্রধানমন্ত্রী মোদির দাবি, ভারত কেবল সঠিক পথেই চলছে না বরং দ্রুত উন্নতির পথেও অগ্রসর হচ্ছে। মোদির ভাষায়, ‘একদিন যা অসম্ভব বলে মনে হতো, তার সবই আজ বাস্তবায়িত হয়েছে। এর পরও কিছু অসৎ লোক জনগণকে ভুল বোঝাচ্ছে। তারা শুধু অশান্তি জিইয়ে রাখার চেষ্টা চালাচ্ছে। -এনডিটিভি এস-৩০০ ও এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনবে ইরাক রাশিয়ার কাছ থেকে এস-৩০০ এবং এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ইরাক। রুশ সংসদ দুমা’র সামরিক বিষয়ক কমিটির উপ-প্রধান আলেকজান্ডার শ্রেইন বলেছেন, এস-৩০০ ও এস-৪০০ কেনার বিষয়ে মস্কোর সঙ্গে আলোচনা করছে বাগদাদ। ইরানে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত সা’দ জাওয়াদ কানদিল সোমবার বলেন, এস-৩০০ কেনার বিষয়ে আলোচনা চলছে। এই প্রতিরক্ষা ব্যবস্থাটি রাশিয়া থেকে কেনার সম্ভাবনা রয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ইগোর কুরতেশেংকো বলেছেন, রাশিয়া ইরাকের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এস-৪০০ দিতে পারে। -রয়টার্স
×