ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এক বছরে সোনার দাম বেড়েছে ১৩ হাজার টাকা

প্রকাশিত: ০৮:৩৪, ১৫ জানুয়ারি ২০২০

এক বছরে সোনার দাম বেড়েছে ১৩ হাজার টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ অস্থিতিশীল আন্তর্জাতিক সোনার বাজার। সেই ধাক্কায় দেশের বাজারেও স্বর্ণের মূল্য উর্দ্ধমুখী। সামনের দিনগুলোতে দাম কমার কোন লক্ষণ দেখছেন না এ খাতের ব্যবসায়ীরা। গত বছর মূল্যবান ধাতুটির দাম গড়ে প্রায় প্রতি মাসেই বেড়েছে। এর মধ্যে গত জুলাই ও আগস্ট মাসে ছয় দফা দর বেড়েছে। গত বছরের ১ জানুয়ারি দেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ভরি ৪৭ হাজার ৪৭২ টাকা। আর চলতি বছরের ৫ জানুয়ারি তা বেড়ে দাঁড়ায় ৬০ হাজার ৩৬১ টাকা। অর্থাৎ প্রায় এক বছরের ব্যবধানে ভরিতে দাম বেড়েছে প্রায় ১৩ হাজার টাকা। বর্তমানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ২০১৩ সালের পর সর্বোচ্চ। সর্বশেষ বুধবার আউন্সপ্রতি সোনার দাম ছিল ১ হাজার ৫৫১ ডলার। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) তথ্য অনুযায়ী, দেশের বাজারে সোনার দাম ২০১২ সালের পর সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ওই বছরের ১৬ সেপ্টেম্বর ভালো মানের সোনার ভরি ৬০ হাজার ১৬২ টাকা হয়েছিল; যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দর। ১৯৭০ সালে সোনার ভরি ছিল মাত্র ১৫৪ টাকা। ১৯৮০ সালে তা ৩ হাজার ৭৫০ টাকা হয়। ১৯৯০ সালে দাম দাঁড়ায় সাড়ে ৬ হাজার টাকা। ২০০০ সালের দিকে দাম ছিল ৬ হাজার ৯০৬ টাকা। ২০১০ সালে ৪২ হাজার ১৬৫ টাকায় ঠেকে মূল্যবান ধাতুটির দাম। জুয়েলারি ব্যবসায়ীরা বলছেন, তাদের সারা বছরের বিক্রির একটি বড় অংশ হয় ডিসেম্বর-জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে, মানে বিয়ের মৌসুমে। কিন্তু এবার বেচাবিক্রি তাদের প্রত্যাশার অর্ধেকও পূরণ করতে পারবে বলে তারা মনে করতে পারছেন না। বাংলাদেশে এখন ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম ৬০ হাজার ৩৬১ টাকা, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। বিয়ের বাজার ধরতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গত অক্টোবরে প্রতি ভরি (২২ ক্যারেট) সোনার দাম ৫৬ হাজার ৮৬২ টাকায় নামিয়ে এনেছিল। কিন্তু এরপর চার ধাপে সেই দাম ৬০ হাজার টাকা ছাড়িয়ে যায়। আর সেজন্য মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে দায়ী করছেন বাংলাদেশের গয়না ব্যবসায়ীরা। জুয়েলার্স সমিতি বলছে, দেশীয় মুদ্রার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বেড়েছে। তাই সর্বশেষ গত ৫ জানুয়ারি জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটি দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়।
×