ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বামীকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ

প্রকাশিত: ১২:৫৩, ১৫ জানুয়ারি ২০২০

স্বামীকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৪ জানুয়ারি ॥ ভোলায় স্বামীকে খুঁজতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক গার্মেন্ট শ্রমিক। মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই নারীকে চরফ্যাশন থানা পুলিশ উদ্ধার করেন। সকালে ভোলার চরফ্যাশন উপজেলার পৌর এলাকায় এ ঘটনা ঘটেছে। অভিযোগ পেয়ে পুলিশ ২ যুবককে আটক করেছে। রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখার সময় পুলিশ ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছিল বলে তারা জানিয়েছে। স্থানীয় সূত্র জানায়, ঢাকায় গার্মেন্টসে চাকরির সুবাদে ভোলার চরফ্যাশন পৌর এলাকার মিজানুর রহমান নামের এক যুবকের সঙ্গে ওই নারীর পরিচয়। চার বছর আগে তাদের বিয়ে হয়। ২১ বছর বয়সী ওই নারীর বাড়ি কিশোরগঞ্জ জেলায়। কয়েক বছর পর এক পর্যায়ে স্ত্রীকে ফেলে রেখে মিজানুর রহমান ভোলার চরফ্যাশন নিজ বাড়িতে চলে আসে। কোন যোগাযোগ না রাখায় ওই মেয়েটি স্বামীকে খুঁজতে ঢাকা থেকে কর্ণফুলী লঞ্চে করে মঙ্গলবার সকালে চরফ্যাশন লঞ্চঘাটে এসে নামেন। এ সময় অটোরিক্সা স্টান্ডের লাইনম্যান মোসলেহউদ্দিন, মনির ও নয়ন নামের তিন যুবক মেয়েটিকে জানায় তারা মিজানুর রহমানকে চিনে। তখন ওই যুবকরা মিজানের কাছে নিয়ে যাওয়ার কথা বলে তাকে একটি নির্জন বাগানে নিয়ে উপর্যুপরি ধর্ষণ করে। এ ঘটনা জানতে পেরে পুলিশ সন্ধ্যায় পৌরসভা ৬নং ওয়ার্ডের কামাল মিস্ত্রির ছেলে নয়ন মিস্ত্রি (২৩) ও আনছারুল হক মাঝির ছেলে মনির মাঝি ও মোসলেহ উদ্দিনকে গ্রেফতার করে। তবে অভিযোগ রয়েছে রাতে স্থানীয় প্রভাবশালী এক শ্রমিক লীগ নেতা মোসলেহ উদ্দিনকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এ ব্যাপারে চরফ্যাশন থানার এসআই আজিজ জানান, তারা লোক মুখে খবর পেয়ে চরফ্যাশনের আসলামপুর রাস্তার ওপর থেকে মঙ্গলবার সন্ধ্যায় নির্যাতিত নারীকে উদ্ধার করেন। এর পর তাকে চরফ্যাশন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় তারা জড়িত থাকার অভিযোগে নয়ন মিস্ত্রি (২৩) ও মনির মাঝিকে আটক করেন। তবে মোসলেহ উদ্দিনকে তারা গ্রেফতার করেনি। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।
×