ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফিরতে চান ডি ভিলিয়ার্স

প্রকাশিত: ১২:২৭, ১৫ জানুয়ারি ২০২০

ফিরতে চান ডি ভিলিয়ার্স

স্পোর্টস রিপোর্টার ॥ ফিরতে চান না বলে ফিরছেন বলাই ভাল। এবি ডি ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যান অবসর ভেঙ্গে জাতীয় দলে ফিরলে কেবল ভক্ত-সমর্থকই নন, দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডও (সিএসএ) কম খুশি হবে না। ইংল্যান্ডে গত বছর ওয়ানডে বিশ্বকাপের আগে তুখোড় এই উইলোবাজের প্রত্যাবর্তন নিয়ে খবর চাউর হয়েছিল। কিন্তু যখন আলোচনাটা হয়েছিল আইনগতভাবে তখন আর তাকে জাতীয় দলে অন্তর্ভুক্তির সুযোগ ছিল না। বিশ্বকাপে ভরাডুবির পর প্রোটিয়া ক্রিকেটের খোলসটাই বদলে গেছে। প্রধান কোচের দায়িত্ব নিয়েই মার্ক বাউচার জানিয়েছিলেন, এবি’র মতো তারকা পারফর্মারদের পেলে টি২০ বিশ্বকাপে তারজন্য কাজটা আরও সহজ হয়ে যাবে। তাতে সায় দিয়েছিলেন ডিরেক্টর গ্রায়েম স্মিথ ও কোচিং স্টাফে থাকা আরেক গ্রেট জ্যাক ক্যালিস। এবার খোদ ডি ভিলিয়ার্স আগ্রহ প্রকাশ করলেন। সুতরাং ৩৫ বছর বয়সী ধুন্ধুমার এ ব্যাটসম্যান হয়তো অচিরেই আবার জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে যাচ্ছেন। এ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে মঙ্গলবার ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশ অভিষেক হয় ডি ভিলিয়ার্সের। ৩২ বলে ৪০ রান করে দলকে ৭ উইকেটের জয় এনে দেন প্রোটিয়া তারকা। ম্যাচশেষে তার কাছে জানতে চাওয়া হয় টি২০ বিশ্বকাপে খেলবেন কী না? এর উত্তরে এবি বলেন, ‘আমি অবশ্যই চাই।’ পরে তিনি যোগ করেন, ‘আমার টি২০ বিশ্বকাপের ইচ্ছা বাস্তবে রূপ দিতে হলে আরও অনেক কিছু ঘটতে হবে। তবে আমি চাই খেলতে। আমি কোচ মার্ক বাউচার, গ্রায়েম স্মিথ (বোর্ড পরিচালক), অধিনায়ক ফাফ ডুপ্লেসিসের সঙ্গে কথা বলেছি। আমরা সবাই বিষয়টি সত্যিই বাস্তবে রূপ দিতে চাই।’
×