ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপে বাফুফে-ওয়ালটন চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ১২:২৭, ১৫ জানুয়ারি ২০২০

বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপে বাফুফে-ওয়ালটন চুক্তি স্বাক্ষর

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় বাফুফের আওতাধীন জেলা ফুটবল এ্যাসোসিয়েশনসমূহের সহযোগিতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা প্রদর্শনপূর্বক ‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপে’র খেলা আগামী ১৭ জানুয়ারি থেকে সব জেলা ফুটবল দল, সার্ভিসেস দল, বিকেএসপি এবং বাফুফের আওতাধীন বিশ্ববিদ্যালয় ফুটবল দল ও শিক্ষা বোর্ডসমূহের অংশগ্রহণে (মোট ৭৮টি দল) দেশব্যাপী অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পাওয়ার্ড বাই ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ’-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর উপলক্ষে মঙ্গলবার মতিঝিলের বাফুফে ভবনের কনফারেন্স রুমে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, বাফুফে সদস্য ও আসরের অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদ, ফিফা কাউন্সিল মেম্বার, এএফসি ও বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বাফুফে মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর, ইলিয়াছ হোসেন, জাকির হোসেন চৌধুরী, আব্দুর রহিম, আসরের অর্গানাইজিং কমিটির সদস্য সালেহ্ জামাল সেলিম ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। সর্বশেষ ২০০৭ সালে আয়োজিত হয়েছিল এই টুর্নামেন্ট। ১৩ বছর পর বঙ্গবন্ধুর নামে আবার মাঠে গড়াতে যাচ্ছে। জেলা ফুটবল দলগুলোকে পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষ্যা, ব্রহ্মপুত্র, বুড়িগঙ্গা, চিত্রা ও সুরমা জোনে ভাগ করা হয়েছে। সুরমা বাদে প্রতি অঞ্চলে আটটি করে দল রয়েছে। আট দলকে চার জোড়ায় ভাগ করে নকআউট ম্যাচ হবে। প্রথম পর্যায়ে চারটি দল জিতবে। এই চার দলের মধ্যে আবার দুই জোড়া করে নকআউট হবে। সেই দুই নকআউট জয়ীদের মধ্যে জোনাল চ্যাম্পিয়নের লড়াই হবে। জোনাল চ্যাম্পিয়ন দল চূড়ান্তপর্বে খেলবে। আট জোন থেকে আটটি ও সার্ভিসেস দল থেকে দুটিসহ মোট ১০টি দল চূড়ান্তপর্ব খেলবে। সুরমা অঞ্চলে কিশোরগঞ্জ না থাকায় মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ হোম এ্যান্ড এ্যাওয়ে ভিত্তিতে গ্রুপভিত্তিক খেলবে। জেলা ফুটবল এ্যাসোসিয়েশনগুলোকে এই চ্যাম্পিয়নশিপ উপলক্ষে ১ লাখ ৫০ হাজার ও সার্ভিসেস, বিশ্ববিদ্যালয় ও বোর্ডকে ৫০ হাজার টাকা করে অংশগ্রহণ ফি দেবে বাফুফে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে হারুনুর রশীদ বলেন, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে বুধবার থেকে। তার একদিন পরই বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হবে। এই টুর্নামেন্টটি মাঝে কিছুদিন হয়নি। এখন থেকে প্রতি বছর বঙ্গবন্ধুর নামেই হবে।’ সালাউদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধু ফুটবল চ্যাম্পিয়নশিপ হোম এ্যান্ড এ্যাওয়েতে খেলা হবে। এটা আমাদের অনেকদিনের আকাক্সক্ষা ও স্বপ্ন ছিল। এবার আমরা এটা করতে পেরেছি। প্রত্যেকটা জেলা এই টুর্নামেন্টকে খুব ভালভাবে গ্রহণ করেছে। তারা খুব খুশি যে প্রত্যেকটা স্টেডিয়ামে খেলা হবে। আশা করছি ভালভাবে এটা আমরা শেষ করতে পারব।’
×