ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওয়ার্নার-ফিঞ্চের সেঞ্চুরিতে উড়ে গেল ভারত

প্রকাশিত: ১২:২৭, ১৫ জানুয়ারি ২০২০

ওয়ার্নার-ফিঞ্চের সেঞ্চুরিতে উড়ে গেল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত শক্তিশালী। ঘরের মাটিতে বিরাট কোহলির দলতো আরও ভয়ঙ্কর। এ তথ্য জানার পরও এ্যারন ফিঞ্চ বলেছিলেন, তারা প্রস্তুত। রঙ্গিন পোশাকের অস্ট্রেলিয়া অধিনায়কের বাড়তি আত্মবিশ্বাসের পেছনে ছিল দুটি কারণ। গত বছর এই ভারতেই তার দল টি২০, ওয়ানডে দুই সিরিজেই হারিয়েছিল স্বাগতিকদের। তার ওপর স্কোয়াডে ফিরেছেন তুখোড় স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। এবারও অসিদের শুরুটা হলো দুর্দান্ত। ১০ উইকেটের দাপুটে জয়ে তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ফিঞ্চ বাহিনী। মুম্বাইয়ে মঙ্গলবার টস জিতে ফিল্ডিং নেয়া অস্ট্রেলিয়া কোহলিদের মোটেই উড়তে দেয়নি। ৫ বল বাকি থাকতেই ভারতকে তারা গুটিয়ে দিয়েছে ২৫৫ রানে। এরপর কোন উইকেট না হারিয়েই সেই লক্ষ্য টপকে গেছে ১২ ওভার ২ বল হাতে রেখে। ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি হাঁকানো ওয়ার্নার ১৭ চার ও ৩ ছক্কায় ১২৪ এবং অধিনায়ক ফিঞ্চ ১৩ চার ও ২ ছক্কায় ১১০ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। টস হেরে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভাল হয়নি। পঞ্চম ওভারে রোহিত শর্মাকে (১০) ফিরিয়ে অস্ট্রেলিয়াকে ব্রেক থ্রু এনে দেন মিচেল স্টার্ক। দলীয় ১৩ রানে রোহিতকে হারানোর ধাক্কা সামলে ওঠে শিখর ধাওয়ান ও লোকেশ রাহুলের ব্যাটে। এই দুজন গড়েন শতরানের জুটি। কিন্তু ১২১ রানের এ জুটি ভাঙ্গতেই ছন্দপতন। পরপর দুই ওভারে ফেরেন দুই সেট ব্যাটসম্যান। এ্যাস্টন এ্যাগারের শিকার হওয়ার আগে রাহুল ৬১ বলে করেন ৪৭। প্যাট কামিন্সকে উইকেট দেয়া ধাওয়ান ৯১ বলে ৯ চার ও এক ছক্কায় করেন ৭৪। বেশিক্ষণ টেকেননি অধিনায়ক বিরাট কোহলিও (৪) ও শ্রেয়াস আইয়ার (৪)। লেগ স্পিনার এ্যাডাম জাম্পাকে ছক্কা হাঁকানোর পরের বলে ফিরতি ক্যাচ দেন কোহলি। ওয়ানডেতে সাত ইনিংসে কোহলির মুখোমুখি হয়ে চারবারই তাকে আউট করলেন জাম্পা। এই ফরম্যাটে তার চেয়ে বেশিবার আর কোন স্পিনার কোহলিকে আউট করতে পারেননি! স্টার্কের শিকার আইয়ার। এক সময় ১ উইকেটে ১৩৪ থেকে ভারতের স্কোর তখন ৫ উইকেটে ১৬৪! সেখান থেকে তারা আড়াই শ’ পার হয় মূলত লোয়ার অর্ডারদের কল্যাণে। ঋষভ পন্থ ২৮, রবীন্দ্র জাদেজা ২৫, শার্দুল ঠাকুর ১৩, মোহাম্মদ শামি ১০ ও কুলদীপ যাদব করেন ১৭ রান। ১০ ওভারে ৫৬ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার স্টার্ক। প্যাট কামিন্স ও কেন রিচার্ডসন নেন ২টি করে উইকেট। রাজকোটে দ্বিতীয় ওয়ানডে শুক্রবার। স্কোর ॥ ভারত ২৫৫/১০ (৪৯.১ ওভার; রোহিত ১০, ধাওয়ান ৭৪, রাহুল ৪৭, কোহলি ১৬, পন্থ ২৮, জাদেজা ২৫; স্টার্ক ৩/৫৬, কামিন্স ২/৪৪, রিচার্ডসন ২/৪৩) অস্ট্রেলিয়া ২৫৮/০ (৩৭.৪ ওভার; ওয়ার্নার ১২৪*; ফিঞ্চ ১১০*; শামি ০/৫৪, বুমরাহ ০/৫০ ) ফল ॥ অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী। সিরিজ ॥ তিন ওয়ানডে অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে।
×