ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি হতে পারবেন আমির?

প্রকাশিত: ১২:২৬, ১৫ জানুয়ারি ২০২০

বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি হতে পারবেন আমির?

স্পোর্টস রিপোর্টার ॥ আগে মাত্র দুইবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে খেলেছেন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। ২০১৫ সালে প্রথমবার চিটাগং ভাইকিংসের হয়ে খেলেছিলেন ৯ ম্যাচ, নিতে পেরেছিলেন ১৪ উইকেট। আর ২০১৭ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে মাত্র ৩ ম্যাচ খেলে নিয়েছিলেন ৪ উইকেট। কোন আসরেই ফাইনাল খেলা হয়নি। ২০১৭ সালের ফাইনালে দল পৌঁছুলেও খেলতে পারেননি আমির। এবারই প্রথম পুরো আসর খেলছেন, ১২ ম্যাচে শিকার করেছেন ১৮ উইকেট। দলও উঠেছে ফাইনালে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বিপিএলের ইতিহাস সৃষ্টি করেছেন রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নিয়ে। চলতি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খেলতে এসেই আমির ঘোষণা দিয়েছিলেন, এবার সর্বোচ্চ উইকেট শিকারি হতে চান। সেই লক্ষ্য থেকে মাত্র ৩ উইকেট দূরে তিনি। তবে প্রথমবারে বিপিএল ফাইনাল খেলতেই মূলত মুখিয়ে আছেন এ বাঁহাতি পাক পেসার। ফাইনালেও দারুণ বোলিং করতে আশাবাদী আমির। ছন্দ ধরে রাখতে পারলে হয়তো সত্যিই সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার যে লক্ষ্য নিয়ে এসেছিলেন তা পূরণ হয়ে যাবে তার। এবার খুলনা টাইগার্সের আস্থা মোহাম্মদ আমির ও দক্ষিণ আফ্রিকার রবি ফ্রাইলিঙ্ক। দু’জনই দলকে ফাইনালে ওঠার ক্ষেত্রে দারুণ অবদান রেখেছেন। ফ্রাইলিঙ্ক ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়ে আছেন চলতি আসরের সেরা বোলারের তালিকায় দুই নম্বরে। শীর্ষে থাকা রংপুর রেঞ্জার্সের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ১২ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন। ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে আমির। পাক এ পেসার এর আগে ২০১৫ সালের বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেছিলেন মাত্র ৫.৫৬ ইকোনমি রেটে। ২০১৭ বিপিএলে মাত্র ৩ ম্যাচ খেলেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। সেবার তার শিকার ছিল ৪ উইকেট। আগের দুই বিপিএল আসর খেলে সেরা বোলার হতে পারেননি, তবে এবার সেরা হওয়ার লক্ষ্য ঘোষণা করেছিলেন আমির। তিনি বঙ্গবন্ধু বিপিএল শুরুর আগেই বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি হওয়া। যদি আমাদের দল খুলনা টাইগার্সকে দেখেন, দেখবেন খুব ভাল দল হয়েছে। বিশেষ করে স্থানীয় ভাল খেলোয়াড়রা আছে এই দলে। আশা করছি ভাল কিছু করব।’ প্রথমদিকে তেমন সুবিধা করতে না পারলেও আমির নিজেকে পরের দিকে এসে মেলে ধরেছেন বেশ ভালভাবেই। বিশেষ করে গুরুত্বপূর্ণ কোয়ালিফায়ার ম্যাচে আগুন বোলিং করে বিপিএলের বোলিং ইতিহাসই পাল্টে দিয়েছেন। এর আগে কোন বোলার বিপিএলের এক ম্যাচে ৬ উইকেট নিতে পারেননি। ১৪ জন বোলার ইনিংসে ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছিলেন। এবার আমির ১৭ রানেই দখল করেন ৬ উইকেট। প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী রয়্যালসের বিপক্ষে এমন বিধ্বংসী বোলিং করে খুলনা টাইগার্সকে ফাইনালে নিয়ে গেছেন আমির। সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার জন্য মাত্র ৩ উইকেট নিলেই হবে। রংপুরের বিদায় ঘটার কারণে ২০ উইকেট নিয়ে শীর্ষে থাকা মুস্তাফিজের আর সুযোগ নেই। তবে এখন আর সেদিকে নজর নেই আমিরের। তার লক্ষ্য বিপিএল ফাইনাল খেলা। ২০১৭ বিপিএলে তার দল ঢাকা ডায়নামাইটস ফাইনালে উঠলেও একাদশে তার জায়গা ছিল না। অবশ্য সেই ম্যাচ নিয়ে আক্ষেপ নেই আমিরের। এবার তিনি হাসতে হাসতেই বললেন, ‘আশা করছি এবারের বিপিএলের ফাইনালে আমি খেলতে পারব। ২০১৭ সালের ফাইনালের কথা হয়তো বলছেন। ওটা দলের পরিকল্পনার অংশ ছিল। সেরা কম্বিনেশনের কারণেই হয়তো জায়গা পায়নি। তাই কোন আক্ষেপ নেই।’ ফাইনালের আগে ক্যারিয়ারসেরা বোলিং করে আত্মবিশ্বাসীও হয়ে উঠেছেন তিনি। আমির বলেন, ‘এটা সবসময়ই ভাল অনুভূতি দেয়। এ রকম পারফর্মেন্স সবসময়ই বোলারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। পরবর্তী ম্যাচের জন্য ভাল ছন্দ পাওয়া যায়। এটা আমার জন্য এবং দলের জন্য ভাল খবর। আমরা ফাইনালে উঠেছি। আশা করছি ফাইনালেও একই ছন্দ ধরে রাখতে পারব।’ একই ছন্দ ধরে রাখতে পারলে আমির সত্যি সত্যিই তার সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার লক্ষ্যটাকেও ছুঁতে পারবেন।
×