ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-ফিলিস্তিন লড়াই আজ

প্রকাশিত: ১২:২৬, ১৫ জানুয়ারি ২০২০

বাংলাদেশ-ফিলিস্তিন লড়াই আজ

রুমেল খান ॥ আন্তর্জাতিক ফুটবল আসর বঙ্গবন্ধু গোল্ডকাপে আগের পাঁচ আসরে একবার শিরোপা জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু ২০১৫ আসরে ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। সর্বশেষ ২০১৮ আসরে বিদায় নিতে হয়েছিল সেমিফাইনাল থেকে। সেবার তাদের স্বপ্নভঙ্গের যারা কারণ হয়েছিল সেই ফিলিস্তিনের সঙ্গেই আজ বুধবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবারও মোকাবেলা তাদের। এই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় অতিথিরা। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে তিন পয়েন্ট ছিনিয়ে নেয়ার দুঃসাহস না দেখালেও অন্তত হার এড়াতে চায় লাল-সবুজরা। এই ম্যাচ দিয়েই বঙ্গবন্ধু গোল্ডকাপের ষষ্ঠ আসরের পর্দা উঠতে যাচ্ছে। এবার টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৬টি দেশ। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে আফ্রিকার তিন দল সিশেলস, বুরুন্ডি ও মরিশাস। টুর্নামেন্টের শুরুতেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে স্বাগতিকরা। আজ ফিলিস্তিনের বিপক্ষে জয় না পেলেও অন্তত ড্র নিয়ে মাঠ ছাড়ার লক্ষ্য বাংলাদেশের। এর আগে ফিলিস্তিনের সঙ্গে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিন ম্যাচেই হেরেছে তারা। একটি ড্র করেছে। আজ জিতলে ফিলিস্তিনের বিরুদ্ধে প্রথম জয় কুড়িয়ে নেবে লাল-সবুজরা। ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে প্রথম মোকাবেলায় ফিলিস্তিনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। এরপর ২০১১ সালে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ০-২ গোলে, ২০১৩ সালে এফসি এশিয়ান কাপে ০-১ এবং ২০১৮ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিতে ০-২ গোলে হেরেছিল বাংলাদেশ। বাংলাদেশ দলের কোচ জেমি ডে জানালেন, ‘প্রস্তুতি ভাল হয়েছে। আগামীকাল (আজ) আমাদের প্রতিপক্ষ ফিলিস্তিন। তারা ভাল দল। প্রথম ম্যাচেই আমরা নিজেদের সেরাটা দিতে চাই। আমাদের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনালে খেলা।’ দলীয় অধিনায়ক জামাল ভুঁইয়া মনে করেন সম্প্রতি এসএ গেমসে বাংলাদেশ দল যে পারফর্মেন্স করেছে তা আশানুরূপ না হলেও এই টুর্নামেন্ট দিয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেলে ধরতে পারবে বাংলাদেশ। তাছাড়া স্থানীয় দর্শকদের মাঠে আসার জন্য অনুরোধও জানিয়েছেন তিনি, ‘আমি সমর্থন চাচ্ছি। আমি চাই মানুষ যেন স্টেডিয়ামে আসে। তারা যদি বাংলাদেশ জাতীয় দলকে সমর্থন দিতে মাঠে আসে, আমি অনেক খুশি হব। আশাকরি আমরাও তাদের ভাল কিছু দিতে পারব।’ এ ম্যাচে ১-০ ব্যবধানে জেতার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। দলের প্রস্তুতি সম্পর্কে জামাল বলেছেন, ‘প্রস্তুতি ভাল হয়েছে। অসুস্থতার কারণে জীবন ও বাদশা এই টুর্নামেন্টে আমাদের সঙ্গে থাকতে পারছে না। তাদের অবশ্যই মিস করব। তবে তাদের স্থানে যারা এসেছে তারাও ভাল ফুটবলার। বিশেষ করে সাদ, সুফিল, সোহেল রানার কথা বলব। জীবনের জায়গায় তারাও ভাল করবে।’ ছয় দলের মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে আছে ফিলিস্তিন। তারা রয়েছে ১০৬-এ। এরপর রয়েছে বুরুন্ডি (১৫১) ও মরিশাস (১৭২)। বাংলাদেশের অবস্থান ১৮৭তম। সিশেলস রয়েছে বরাবর ২০০তম স্থানে। শ্রীলঙ্কা রয়েছে সবার নিচে (২০৫)। প্রতি গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে খেলবে। সেখান থেকে দুটি দল খেলবে ফাইনালে। ‘মুজিববর্ষ’ উপলক্ষে আয়োজিত এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের খেলাগুলো সম্প্রচার করবে বিটিভি, আরটিভি, অনলাইন চ্যানেল মাইকুজু এবং টুর্নামেন্টের স্বত্বাধিকারী কে-স্পোর্টসের অনলাইনসহ টেলিকমিউনিকেশন (গ্রামীণফোন, বাংলা লিংক ও এয়ারটেল) এ্যাপস। এছাড়া বাংলাদেশ বেতারেও সব খেলার ধারাবিবরণী সম্প্রচার করা হবে। বাংলাদেশ দল ॥ আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, ইয়াসিন খান, সুশান্ত ত্রিপুরা, রবিউল হাসান, মাহবুবুর রহমান সুফিল, বিশ্বনাথ ঘোষ, মতিন মিয়া, মোহাম্মদ ইব্রাহিম, শহীদুল আলম সোহেল, রায়হান হাসান, সাদ উদ্দিন, মামুনুল ইসলাম, সোহেল রানা, ফাহিম হোসেন ফয়সাল, জামাল ভুঁইয়া (অধিনায়ক), রহমত মিয়া, রিয়াদুল হাসান, আরিফুর রহমান, আশরাফুল ইসলাম রানা, মনজুরুল, মানিক মোল্লা, রাকিব হোসেন।
×