ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহী-চট্টগ্রাম ফাইনালে ওঠার লড়াই আজ

প্রকাশিত: ১২:২৫, ১৫ জানুয়ারি ২০২০

রাজশাহী-চট্টগ্রাম ফাইনালে ওঠার লড়াই আজ

মিথুন আশরাফ ॥ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) ফাইনাল হবে শুক্রবার। এ ফাইনালের একটি দল মিলে গেছে। খুলনা টাইগার্স শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। এখন বাকি আরেকটি দল। সেই দলটি হবে কারা? আজ তা নিশ্চিত হয়ে যাবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লড়াই করবে। যে দল জিতবে তারাই ফাইনালে উঠে যাবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে লড়াই করবে রাজশাহী ও চট্টগ্রাম। জয়ী দল ফাইনালে উঠবে। হারা দল বিদায় নেবে। ফাইনালে ওঠা দল শুক্রবার খুলনার বিরুদ্ধে শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াই করবে। তখন ফাইনালে যে দল জিতবে চ্যাম্পিয়ন হয়ে যাবে। কোন দল জিতবে আজ? তা বলা কঠিন। দুই দলই সমশক্তির। রাজশাহী ও চট্টগ্রামের মধ্যকার লীগপর্বের লড়াইয়ে একবার রাজশাহী জিতেছে। আরেকবার চট্টগ্রাম জিতেছে। দুই দলের লীগপর্বের লড়াই সমানে সমান হয়েছে। এবার দুই দল ‘সেমিফাইনাল’ হয়ে ওঠা ম্যাচে মুখোমুখি হচ্ছে। লীগপর্বে দুই দলই দারুণ নৈপুণ্য দেখিয়েছে। পয়েন্ট তালিকাতেও দুই দলই সমান পয়েন্ট পেয়েছে। ১৬ পয়েন্ট পেয়ে রানরেটে এগিয়ে থেকে রাজশাহী দ্বিতীয় স্থানে ছিল। চট্টগ্রাম সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে থাকে। দুই দলই আবার ‘প্লে-অফে’র একটি করে ম্যাচ খেলেছে। চট্টগ্রাম তৃতীয় স্থান পাওয়ায় এলিমিনেটর ম্যাচ খেলেছে। ঢাকা প্লাটুনকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলছে। আর রাজশাহী প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলেছে। খুলনার কাছে হেরে যাওয়ায় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলছে। আর কোন হিসেবই নেই লীগে। এখন আর দুটি ম্যাচই বাকি আছে। একটি দ্বিতীয় কোয়ালিফায়ার। আরেকটি ফাইনাল। দুটি ম্যাচই এখন ‘নক আউট’। আজ যে দল জিতবে ফাইনালে উঠে যাবে। যে দল হারবে বিদায় নেবে। যে দল জিতবে শিরোপা নির্ধারণী ম্যাচে খুলনার প্রতিপক্ষ হবে। যদি ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়ে যাবে। নয়তো রানার্সআপ হবে। রাজশাহী দলটি চরম ব্যালান্স দল। দলটিতে যেমন ব্যাটসম্যান মজুত। তেমনই বোলিংটাও শক্তিশালী। ব্যাটিংয়ে লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, শোয়েব মালিক, রবি বোপারা, আন্দ্রে রাসেলের মতো ফর্মে থাকা ব্যাটসম্যানরা আছেন। যদিও প্রথম কোয়ালিফায়ারে এক মালিক ছাড়া কেউই ভাল ব্যাটিং করতে পারেননি। তাই হারও হয়েছে। তবে খারাপ দিন যদি প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চলে গিয়ে থাকে তাহলে আজ তো চট্টগ্রামের খবর আছে। আবার বোলিংয়ে মোহাম্মদ ইরফান, আবু জায়েদ রাহী, শোয়েব মালিক, রাসেল, কামরুল ইসলাম রাব্বি, রবি বোপারার মতো বোলাররা আছেন। যদিও কোয়ালিফায়ার ম্যাচে কাজের কাজ হয়নি। তবে প্রতিদিন তো আর খারাপ দিন যায় না? রাজশাহীর যেখানে সব বিভাগ শক্তিশালী। সেখানে চট্টগ্রামও কম নয়। লীগপর্বে রাজশাহীর মতো দাপট দেখিয়েই খেলে চট্টগ্রাম। দলটিতে শুরুতে ক্রিস গেইলের মতো দানবীয় ব্যাটসম্যান ছিলেন না। তাতেই শুধু জয় মিলেছে। শেষদিকে গেইল যোগ দিয়েছেন। ধীরে ধীরে বড় ইনিংস খেলার ইঙ্গিতও দিচ্ছেন। এক গেইল দাঁড়িয়ে গেলেই তো যে কোন প্রতিপক্ষ উড়ে যেতে পারে। গেইলের সঙ্গে ব্যাটিংয়ে জিয়াউর রহমান, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, চ্যাডউইক ওয়ালটন, নুরুল হাসান সোহান রয়েছেন। শক্তিশালী ব্যাটিং লাইনআপ। আবার বল হাতে রুবেল হোসেন, মেহেদী হাসান রানা, নাসুম আহমেদ, রায়াদ এমরিটের মতো বোলাররা রয়েছেন। রাজশাহীকে উড়িয়ে দেয়ার মতো দল চট্টগ্রামও। তবে দুই দলই যেহেতু শক্তিশালী তাতে খেলা জমজমাট, উত্তেজনাকর হয়ে উঠতে পারে। আবার ফাইনালে ওঠার ম্যাচ। দুই দলের ক্রিকেটাররাই নিজেদের উজাড় করে দেয়ার চেষ্টা করবেন। তাতে সবাই ক্লিক না করলেও দুই একজন ক্লিক করলেই তো টি২০’র আমেজ সহজেই মিলতে পারে। দুই দলকেই চ্যাম্পিয়ন দল ধরা হয়েছে। শুরু থেকেই দুই দল শক্তিও দেখিয়েছে। কিন্তু এক দলের ভাগ্যে শেষ পর্যন্ত ফাইনালের টিকেট জুটবে। সেই টিকেট আজ মিলে যাবে। রাজশাহী ও চট্টগ্রামের মধ্যে যে দল জিতবে তারাই ফাইনালে খেলবে।
×