ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অসংক্রামক রোগ প্রতিরোধে মায়েদের সচেতন করতে হবে ॥ স্পীকার

প্রকাশিত: ১২:১৬, ১৫ জানুয়ারি ২০২০

অসংক্রামক রোগ প্রতিরোধে মায়েদের সচেতন করতে হবে ॥ স্পীকার

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নেটওয়ার্কের আওতায় তরুণদের সম্পৃক্ত করার পাশাপাশি মায়েদের সচেতন করতে হবে। একইসঙ্গে এই খাতে বাজেট বৃদ্ধিসহ সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে হবে। তিনি অসংক্রামক রোগ প্রতিরোধে জনগণকে সচেতন করতে স্বাস্থ্যমেলার আয়োজনের পরামর্শ দেন। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে নিজ দফতরে ‘বাংলাদেশ নেটওয়ার্ক ফর এনসিডি (নন-কমিউনিক্যাবল ডিজিজেস) কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশন’-এর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। বৈঠকে সংগঠনের সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব) আব্দুল মালিক ও সংসদ সদস্য ডাঃ মোঃ হাবিবে মিল্লাত এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে স্পীকার ইতোমধ্যে সফলভাবে কাজ করায় ‘অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ’ কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আগ্রহী সংসদ সদস্যদের নিয়ে ‘অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে’ একটি সংসদীয় ককাস গঠনের বিষয়ে গুরুত্বারোপ করেন।
×