ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু, কালীগঞ্জে হাসপাতাল ভাংচুর

প্রকাশিত: ১১:৪৪, ১৫ জানুয়ারি ২০২০

ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু, কালীগঞ্জে হাসপাতাল ভাংচুর

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কালীগঞ্জে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে মঙ্গলবার দুপুরে উপজেলা হাসপাতালে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও মালামাল তছনছ করেছে রোগীর স্বজনরা। এ সময় বাধা দিতে গিয়ে হাসপাতালের এক কর্মচারী আহত হয়। হাসপাতালের চিকিৎসক, কর্মচারী ও স্থানীয়রা জানান, গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার বড়নগর গ্রামের মোঃ মোজাম্মেল হকের ছেলে মোবারক হোসেন (৩০) মঙ্গলবার সকালে বুকে ব্যথার কারণে বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানে স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার পর ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) লিখে দিয়ে অসুস্থ মোবারককে কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর পরামর্শ দিয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক মুশফিক-উস সালেহীন। কিন্তু স্বজনরা হাসপাতালে না নিয়ে মোবারককে তার বাড়িতে নিয়ে যান। বাড়িতে নেয়ার ঘণ্টা খানেক পর তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে পুনরায় হাসপাতালে নিয়ে আসেন। সেখানে গ্যাস স্প্রে করার সময় মোবারক হঠাৎ বেড থেকে নিচে পড়ে যান এবং রক্ত বমি করতে থাকেন। এতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত অন্য হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়ে রেফার্ড করা হয়। স্বজনরা অসুস্থ মোবারককে নিয়ে ঢাকার একটি হাসপাতালের উদ্দেশে রওনা হন। পথে পূবাইল থানার মীরেরবাজার এলাকায় পৌঁছলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
×