ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

আপীলে কায়সারের মৃত্যুদণ্ড বহাল

প্রকাশিত: ১১:৪০, ১৫ জানুয়ারি ২০২০

আপীলে কায়সারের মৃত্যুদণ্ড বহাল

বিকাশ দত্ত ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হবিগঞ্জে ও ব্রাহ্মণবাড়িয়ায় নির্বিচারে হত্যা, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-প্রাপ্ত জাতীয় পার্টির সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও কায়সার বাহিনীর প্রধান সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যুদ-ের আদেশ বহাল রখেছে আপীল বিভাগ। ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগে দেয়া মৃত্যুদ- আপীল বিভাগে সর্বসম্মতভাবে বহাল রাখা হয়েছে। দেশের বিচার বিভাগের ইতিহাসে ধর্ষণে সহযোগিতায় মৃতু্যুদ- সাজার এটাই প্রথম নজির। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্য বিশিষ্ট আপীল বেঞ্চ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। এই আপীল বেঞ্চের অন্য তিন সদস্য হলেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা এবং বিচারপতি মোঃ নুরুজ্জামান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপীল বিভাগে আসা এটি নবম মামলার রায়। রায় ঘোষণার পর এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, এই রায়ে আমাদের দেশে ধর্ষণে সহযোগিতা করার দায়ে প্রথম কোন আসামিকে মৃত্যুদ- দেয়া হল। ওই অভিযোগের যে ভিকটিম, সে নিজে কোর্টে এসে সাক্ষ্য দিয়েছে এবং তার মেয়েও আদালতে সাক্ষ্য দিয়ে বলেছে দুর্দশার কথা। এই ১২ নম্বর অভিযোগটিতে চার বিচারপতিই একমত হয়ে মৃত্যুদ- বহাল রেখেছেন। আর ৫ ও ১৬ নম্বর অভিযোগে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে মৃত্যুদ- দিয়েছেন। আর আসামিপক্ষের আইনজীবী এসএম শাজাহান বলেন, এ মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে তা দেখে আমরা রিভিউ আবেদন করব।
×