ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কায়সারের মৃত্যুদণ্ড বহালে হবিগঞ্জে মিষ্টি বিতরণ, রায় দ্রুত কার্যকর দাবি

প্রকাশিত: ১১:৩৩, ১৫ জানুয়ারি ২০২০

কায়সারের মৃত্যুদণ্ড বহালে হবিগঞ্জে মিষ্টি বিতরণ, রায় দ্রুত কার্যকর দাবি

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৪ জানুয়ারি ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে কুখ্যাত রাজাকার কমান্ডার ও প্রাক্তন কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোঃ কায়সারের মৃত্যুদ-াদেশ সুপ্রীমকোর্টের আপীল বিভাগেও বহাল থাকায় হবিগঞ্জের সর্বত্র বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। মঙ্গলবার সকালে সুপ্রীমকোর্ট আপীল বিভাগের বিচারপতিরা ওই রায় বহাল রাখার ঘোষণা দিলে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ সাধারণ মানুষ হবিগঞ্জের রাজপথে নেমে উল্লাস করে। এ সময় তারা যুদ্ধাপরাধী সৈয়দ কায়সারের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে নানা স্লোগান শুধু দেয়নি বরং মিষ্টি বিতরণ উৎসবেও মাতিয়ে তুলে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরসহ একাধিক এলাকা। এ সময় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা ব্যাংকার জয়নাল আবেদীন রাসেল, পংকজ ও মুক্তিযোদ্ধা সফিকুর রহমানসহ অনেকেই রাজাকার কায়সারের বিরুদ্ধে দেয়া এই রায় দ্রুত কার্যকরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোরালো দাবি জানানোর পাশাপাশি একই অপকর্মের তার পরিবারের কোন সদস্য বা অন্য কেউ জড়িত থাকলে তাও দ্রুত উদঘাটন করে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্য সম্পাদন করার দাবি জানান তারা। সেই সঙ্গে ‘সেই রাজাকার সিরিজে ‘অসংখ্য খুন, ধর্ষণ ও লুটের হোতা হবিগঞ্জের নোয়াপাড়ার কায়সার এখন শিল্পপতি’ শিরোনামে সংবাদ প্রকাশের জন্য দৈনিক জনকণ্ঠের প্রশংসা করেন।
×