ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মগবাজার ও পল্লবী থেকে দুই হ্যাকার গ্রেফতার

প্রকাশিত: ১১:৩২, ১৫ জানুয়ারি ২০২০

মগবাজার ও পল্লবী থেকে দুই হ্যাকার গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মগবাজার ও পল্লবী থেকে ইমতেয়াজ উদ্দিন শুভ (২৫) ও মোক্তার হোসেন বাবু (২১) নামে দুই হ্যাকারকে গ্রেফতার করেছে ডিএমপির সাইবার সিকিউরিটি এ্যান্ড ক্রাইম বিভাগ। সাইবার সিকিউরিটি এ্যান্ড ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ জানান, ফেসবুকে ভুয়া এ্যাকাউন্ট ও পেজ খুলে রাজনৈতিকসহ বিভিন্ন অপপ্রচার চালানোর অভিযোগে ইমতেয়াজ উদ্দিন শুভ নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা সাইবার সিকিউরিটি এ্যান্ড ক্রাইম বিভাগ। সোমবার রাতে রাজধানীর মগবাজার ক্যাফে ডি-তাজের সামনে থেকে তাকে আটক করা হয়। সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ জানান, দীর্ঘদিন ধরে কে বা কারা এসিআই মোটরসের এক্সিকিউটিভ ডিরেক্টরের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে রাজনৈতিক এবং এসিআই মোটরসের বিপক্ষে অপপ্রচার চালিয়ে আসছিল। পরে এ ঘটনায় গত ১২ জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে তদন্তের সূত্র ধরে মগবাজারে অভিযান চালিয়ে ইমতেয়াজ উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার মোবাইল ওই ভুয়া ফেসবুক আইডিটি লগড ইন অবস্থায় পাওয়া যায়।
×