ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টিসিবি’র পেঁয়াজ কালোবাজারে, ২ জনের কারাদণ্ড

প্রকাশিত: ১১:৩২, ১৫ জানুয়ারি ২০২০

টিসিবি’র পেঁয়াজ কালোবাজারে, ২ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ কালোবাজারে টিসিবি’র পেঁয়াজ বিক্রির দায়ে দু’জনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। তারা হলেন রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের মেসার্স জামিল বাণিজ্যলয়ের মালিক মোঃ সেকেন্দার আলী আকন ও কংকন ভাউয়াল। র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ আদেশ প্রদান করেন। জানা গেছে, সরকারী আদেশ অমান্য করে টিসিবি’র পেঁয়াজ সাধারণ ক্রেতাদের নিকট ন্যায্যমূল্যে বিক্রয় না করে কালোবাজারে বিক্রয়ের অপরাধে তাদের হাতেনাতে ধরা হয়। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম এবং র‌্যাব-২ পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকীর একটি দল। দণ্ড প্রাপ্তদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে টিসিবি’র আসাদ নামক জনৈক কর্মচারীর সহযোগিতায় বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে টিসিবি’র ট্রাকের মাধ্যমে পেঁয়াজগুলো বিক্রির কথা থাকলেও তা সেখানে বিক্রয় না করে বাজারে নিয়ে আসে। তারপরই সেখানে এ অভিযান চালানো হয়। এ সময় তাদের খোলাবাজারে চড়া দামে পেঁয়াজ বিক্রি করতে দেখা যায়। সারওয়ার আলম জানিয়েছেন, এ অভিযান অব্যাহত থাকবে।
×