ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যাপক প্রস্তুতি

বিশ্ব এজতেমার দ্বিতীয় পর্ব শুক্রবার শুরু

প্রকাশিত: ১১:৩০, ১৫ জানুয়ারি ২০২০

বিশ্ব এজতেমার দ্বিতীয় পর্ব শুক্রবার শুরু

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১৪ জানুয়ারি ॥ ময়লা আবর্জনার পানিতে সয়লাব হওয়া এজতেমা ময়দানে জমে থাকা পানি গত দু’দিন ধরে মেশিন দিয়ে সেচে অপসারণ করা হয়েছে। এজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠানে পানিতে ভেজা মাঠ শুকনো করতে এখন বালু ভরাটের কাজ চলছে। একই সঙ্গে চলছে মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও। রবিবার আখেরি মোনাজাতের পর পর স্যুয়ারেজ লাইন ব্লক হয়ে এজতেমা ময়দানে হাঁটু পানি জমে গেলে দুর্ভোগে পড়েন হাজারো মুসল্লি। প্রথমে ধারণা করা হয়েছিল, প্রথম পক্ষের যোবায়ের অনুসারী মুসল্লিরা এ কাজ করেছিলেন কিন্তু বাস্তবে দেখা যায়, পয়ঃনিষ্কাশন লাইন ব্লক হয়ে ময়লা পানি উপচে মাঠ সয়লাব হয়। দমকল বাহিনী ও সিটি কর্পোরেশনের কর্মীরা রাত দিন চেষ্টা করে এখন তা নিয়ন্ত্রণে এনেছে।
×