ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন

আজ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের পর্দা উঠছে

প্রকাশিত: ১১:৩০, ১৫ জানুয়ারি ২০২০

আজ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের পর্দা উঠছে

জাহিদুল আলম জয় ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে শুরু হচ্ছে বিশেষ বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল। আজ বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পর্দা উঠছে ষষ্ঠ আসরের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন। ‘এ’ গ্রুপের শুরুর ম্যাচটিতে দু’দলই ভাল করার প্রত্যয় ব্যক্ত করেছে। এই গ্রুপে বাংলাদেশ ও ফিলিস্তিনের সঙ্গে আছে এশিয়ার দ্বীপদেশ শ্রীলঙ্কা। টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছে ছয়টি দেশ। ‘বি’ গ্রুপে আছে বুরুন্ডি, সেশেলস ও মরিশাস। প্রতি গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালের টিকেট পাবে। সেখান থেকে ফাইনালে পাড়ি জমাবে দুটি দল। শিরোপা নির্ধারণী ফাইনাল হবে ২৫ জানুয়ারি। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মজার বিষয় হচ্ছে, ‘এ’ গ্রুপের তিনটি দলই এশিয়ার আর ‘বি’ গ্রুপের তিনটি দেশই আফ্রিকার। এ কারণে প্রত্যাশিত ফাইনালে খেলতে হলে সেমিফাইনালে নিশ্চিতকরেই আফ্রিকান দলের মুখোমুখি হতে হবে জামাল, ইয়াসিন, ইব্রাহিম, রহমত, সাদদের। ফিফা র‌্যাঙ্কিং ও টুর্নামেন্টের পরিসংখ্যানের বিচারে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। লাল-সবুজদের গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন। তাদের বিরুদ্ধে ম্যাচ দিয়েই মিশন শুরু করতে যাচ্ছে আয়োজকরা। এই মিশনে বেশ উজ্জীবিত গত বছর আশা জাগানিয়া পারফর্মেন্স প্রদর্শন করা বাংলাদেশ। দেশটির ব্রিটিশ কোচ জেমি ডে শুনিয়েছেন আশার বাণী। মঙ্গলবার বাফুফে ভবনে অফিসিয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি ভাল। গত কয়েকদিন অনুশীলনে ছেলেরা ভাল করেছে। তবে জীবন ও বাদশা অসুস্থতার কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। এই দু’জনের পরিবর্তে অন্যদের খেলানো হবে। আশাকরি যারা আছে তারা ভাল করবে। আমরা জানি টুর্নামেন্টটা অনেক কঠিন। তারপরও সবাই খুব আত্মবিশ্বাসী।’ জেমি ডে আরও বলেন, ‘গ্রুপে আমাদের দুটি দলই শক্তিশালী। ফিলিস্তিন ও শ্রীলঙ্কার বিরুদ্ধে পরের ম্যাচে অনেক দর্শক খেলা দেখবে আমাদের। আমি বিশ্বাস করি প্রতিটি ম্যাচেই ভাল হবে। আর দর্শকরা আমাদের সমর্থন দেবে; যা খেলোয়াড়দের জন্য ভাল হবে। ফিলিস্তিনের বিরুদ্ধে আমরা সেরাটা মেলে ধরতে চাই। আমাদের প্রথম লক্ষ্য সেমিফাইনাল। আশাকরি সেটা পূরণ করতে পারব।’ আশার বাণী শুনিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক ও তারকা মিডফিল্ডার জামাল ভুঁইয়া, ‘আমাদের প্রস্তুতি ভাল। অবশ্যই আমরা জিততে চাই। কারণ এই টুর্নামেন্টটা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে। আমরা ইতিহাস গড়তে চাই। আমার নিজের জন্যই জিততে চাই শিরোপা।’ ডেনমার্ক প্রবাসী এই ফুটবলার আরও বলেন, ‘যারা এসএ গেমসে খেলেছেন তারা নিজেরা জানেন যে ভাল পারফর্ম করতে পারেননি। সেই হতাশা কাটিয়ে ওঠার জন্য বঙ্গবন্ধু গোল্ডকাপ একটা ভাল মঞ্চ। এসএ গেমসে ভুল হয়েছে। আশাকরি এবার ভাল করব।’ বাংলাদেশ অধিনায়ক দর্শকদের মাঠে আসারও আহ্বান জানিয়েছেন। বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন ট্রফি ধরে রাখতে বদ্ধপরিকর। সংবাদ সম্মেলনে দলটির কোচ মাকরাম দাবুব বলেন, ‘গত আসরে আমরা শিরোপা জিতেছিলাম। এবারও চ্যাম্পিয়ন হতে এসেছি। বাংলাদেশের এই দলটা গত দুই বছর ধরে খুবই ভাল খেলছে। তাদের মধ্যে বোঝাপড়াটাও দারুণ। বঙ্গবন্ধু গোল্ডকাপের এই আসরে ফিলিস্তিন, বুরুন্ডি ও স্বাগতিক বাংলাদেশকে ফেবারিট মনে করছি’। ফিলিস্তিনের এই দলে অলিম্পিক দলের ৬ ফুটবলার এবং জাতীয় দলের সিনিয়র ৬ ফুটবলার আছেন। বাকিরা স্থানীয় ঘরোয়া লীগে খেলে থাকেন। এর আগে ফিলিস্তিনের বিরুদ্ধে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে তিনটিতেই হারের তেত স্বাদ পেয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। অপর ম্যাচটি ড্র হয়। ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে প্রথম মোকাবেলায় ফিলিস্তিনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। এরপর ২০১১ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ০-২ গোলে, ২০১৩ সালে এফসি এশিয়ান কাপে ০-১ এবং ২০১৮ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে ০-২ গোলে হার মানে বাংলাদেশ। ১৯৯৬-৯৭ সালে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল। প্রথম আসর থেকেই জাতির জনকের নামে হওয়া আসরে শিরোপা জয়ের স্বপ্ন বুনতে থাকে লাল-সবুজের দেশ। কিন্তু এখন পর্যন্ত হওয়া পাঁচ আসরে সেই স্বপ্ন পূরণ হয়নি। প্রতিটি আসর শেষেই হতাশা আর দীর্ঘশ্বাস সঙ্গী হয়েছে স্বাগতিক বাংলাদেশের। আগের পাঁচ আসরের মধ্যে ২০১৫ সালে ফাইনালে মালয়েশিয়া অনুর্ধ-২৩ দলের কাছে ৩-২ গোলে হেরে রানার্সআপ হওয়াটাই এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ অর্জন। ২০১৬ ও ২০১৮ সালে সেমিফাইনালে হেরে বিদায় নিতে হয়। এবার ষষ্ঠ আসরেও অধরা ট্রফি জয়ের স্বপ্ন দেখছে জামাল ভুঁইয়ার দল। চলতি ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। শুধু জন্মদিনটিই নয়; বছরটি স্মরণীয়ভাবে উদযাপন শুরু হয়ে গেছে। স্বাধীন বাংলাদেশের স্থপতির ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত ‘মুজিববর্ষ’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন। মূলত এ জন্যই বঙ্গবন্ধু গোল্ডকাপ ২০১৯ সালের বদলে ২০২০ সালে হচ্ছে। ‘মুজিববর্ষ’ উপলক্ষে আয়োজিত এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের খেলাগুলো সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), আরটিভি, অনলাইন চ্যানেল মাইকুজু এবং টুর্নামেন্টের স্বত্বাধিকারী কে-স্পোর্টসের অনলাইনসহ টেলিকমিউনিকেশন (গ্রামীণফোন, বাংলালিংক ও এয়ারটেল) এ্যাপস। এছাড়া বাংলাদেশ বেতারেও সব খেলার ধারাবিবরণী সম্প্রচার করা হবে।
×