ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলেজে বিশ্বমানের শিক্ষা নিশ্চিতকরণের আহ্বান

প্রকাশিত: ০৯:৩৩, ১৫ জানুয়ারি ২০২০

কলেজে বিশ্বমানের শিক্ষা নিশ্চিতকরণের আহ্বান

উন্নয়নশীল বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকা ও উন্নত জাতি গঠনে দেশের কলেজ পর্যায়ে বিশ^মানের শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণের আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা। বিশ^ায়নের এ যুগে কলেজ পর্যায়ের শিক্ষার আধুনিকায়ন না হলে দেশের উচ্চশিক্ষা কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারবে না বলে অভিমত তাদের। সরকারকে উচ্চশিক্ষায় যথাযথ গুরুত্ব প্রদান এবং বাজেটে এ খাতে বরাদ্দ বৃদ্ধির পরামর্শ দিয়েছেন তারা। সোমবার ইউজিসিতে আয়োজিত কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আওতায় দেশের কলেজ শিক্ষার মানোন্নয়নে ১৫ বছর মেয়াদী কৌশলগত পরিকল্পনা প্রণয়নে এক্সপার্ট কমিটি ফর ডেভেলপমেন্ট অব সায়েন্স, টেকনোলজি এ্যান্ড আইসিটি- সম্পর্কিত এক সভায় এ পরামর্শ প্রদান করা হয়। তারা বলেন, কলেজ শিক্ষাকে এগিয়ে নিতে হলে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা জরুরী। কলেজ পর্যায়ে অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে মানসম্মত পাঠ্যপুস্তক তৈরি করতে হবে। এ পাঠ্যপুস্তক যেন অন্তত ২০ বছর টেকসই হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তুলতে অনুপ্রেরণা দিতে হবে বলে জানান তারা। -বিজ্ঞপ্তি
×