ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছাত্রলীগের ‘লিডারশীপ ওরিয়েন্টেশন’ কার্যক্রমের ফরম বিতরণ শুরু

প্রকাশিত: ০৯:৩৩, ১৪ জানুয়ারি ২০২০

ছাত্রলীগের ‘লিডারশীপ ওরিয়েন্টেশন’ কার্যক্রমের ফরম বিতরণ শুরু

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ছাত্রলীগ এর ‘লিডারশীপ ওরিয়েন্টেশন’ কার্যক্রমের ফরম বিতরণ শুরু হয়েছে। আজ দুপুর ২:০০ টা থেকে বঙ্গবন্ধু এভিনিউ’র (৩য় তলায়) কার্যালয়ে এই ফরম বিতরণ শুরু হয়। বাংলাদেশ ছাত্রলীগ এর সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত থেকে এ ফরম রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করেন। বাংলাদেশ ছাত্রলীগ এর প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হায়দার মোহাম্মদ জিতু, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন ও উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ মেসকাত হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় এ ‘লিডারশীপ ওরিয়েন্টেশন’ শীর্ষক কার্যক্রম প্রতি সপ্তাহে ২ দিন চলবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নেতৃত্বের মান উন্নয়ন এবং একে আরও যুগোপযোগী করতে এ কার্যক্রমে অংশগ্রহণ করবেন দেশবরেণ্য শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং প্রথিতযশা ব্যক্তিবর্গ। উল্লেখ্য, রেজিষ্ট্রেশন ফরম সংগ্রহ এবং জমা দেওয়ার যাবে ১৪ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত।
×