ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৯ বছর পর প্রতারক পুলিশ গ্রেফতার

প্রকাশিত: ০৯:৩২, ১৫ জানুয়ারি ২০২০

১৯ বছর পর প্রতারক পুলিশ গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৪ জানুয়ারি ॥ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের ডিআইজি-এসপি পরিচয়ে লাখ লাখ টাকা প্রতারণার দায়ে ফখরুদ্দিন মোহাম্মদ আজাদ নামে বরখাস্তকৃত এক এসআইকে ফের ১৯ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয় পুলিশের পোশাক, ব্যাজ, পুলিশের স্টিকার যুক্ত প্রাইভেটকার, পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সীল-স্বাক্ষর সংবলিত ভুয়া নিয়োগপত্র। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয় নাঙ্গলকোট উপজেলার বাকুই-হরিরচর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে ফখরুদ্দিন মোহাম্মদ আজাদ ১৯৯১ সালে পুলিশের সাব-ইন্সপেক্টর পদে যোগদান করে। শিক্ষানবিশ থাকাবস্থায় ১ লাখ ২৫ হাজার টাকা ঘুষ গ্রহণের দায়ে চাকরি থেকে বরখাস্ত হয়। ২০০০ সালে ডিবি পরিচয়ে ছিনতাইকালে তৎকালীন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হয়ে সাত মাস জেল খাটে। পরবর্তীতে জেল থেকে ছাড়া পেয়ে কুমিল্লা, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ, সেনাবাহিনীসহ সরকারের বিভিন্ন দফতরে নিয়োগ, বদলি, দেশ-বিদেশে প্রেরণের বিভিন্ন ভুয়া সনদপত্র, মামলা থেকে অব্যাহতি, মামলায় জড়ানোসহ গ্রেফতার ও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে গাড়ি, জায়গা সম্পত্তিসহ লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।
×