ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে মাসব্যাপী কারুমেলা ও লোকজ উৎসব শুরু

প্রকাশিত: ০৯:৩১, ১৫ জানুয়ারি ২০২০

সোনারগাঁয়ে মাসব্যাপী কারুমেলা ও লোকজ উৎসব শুরু

সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ১৪ জানুয়ারি ॥ আবহমান গ্রামবাংলার বিলুপ্তপ্রায় লোক ও কারুশিল্পের সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন, বিপণন ও পুনরুজ্জীবনের লক্ষ্যে মঙ্গলবার বিকেলে উদ্বোধনের মধ্য দিয়ে সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে শুরু হয়েছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২০। এতে প্রধান অতিথি লোকজ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকা, সংস্কৃতি সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খাঁন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ও সোনারগাঁ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি প্রমুখ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৃষ্ঠপোষকতায় শিল্পাচার্য জয়নুল আবেদিন এ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। এ প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ শুরু করেছেন। সোনারগাঁ অঞ্চলে এক সময় বিখ্যাত মসলিন কাপড় তৈরি হতো। মসলিন তৈরির জন্য সোনারগাঁ ছিল উপযুক্ত স্থান। বর্তমানে মসলিনের হাত ধরে সোনারগাঁয়ে জামদানি তৈরি হচ্ছে; যা দেশে বিদেশে সুখ্যাতি অর্জন করেছে। সোনারগাঁকে আন্তর্জাতিক কারুশিল্প শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। বর্তমান সরকার সংস্কৃতিবান্ধব সরকার। শেখ হাসিনা সংস্কৃতির উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে ১৬৪ কোটি টাকা ব্যয়ে শিল্পাচার্যের জন্মভূমি ময়মনসিংহে শিল্পাচার্যের সংগ্রহশালার উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সোনারগাঁ জাদুঘরেও একাধিক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। আমরা চাই ময়মনসিংহের সঙ্গে সোনারগাঁয়ের যোগসূত্র ঘটাতে। বর্তমানে সংস্কৃতির উন্নয়নে যা যা করা দরকার সরকার তাই করবে। এবারের মেলার শতবর্ষে বঙ্গবন্ধু লোকজ উৎসব পালন করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত উৎসব খোলা থাকবে। আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হবে এ লোকজ উৎসব।
×