ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ০৯:২৯, ১৫ জানুয়ারি ২০২০

শীতবস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৪ জানুয়ারি ॥ ঝিনাইগাতীতে ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের মহাসমাবেশ ও জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মুজিববর্ষ উপলক্ষে ২৪তম বিসিএস ফোরামের উদ্যোগে জেলা পুলিশ ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সহায়তায় রাংটিয়া আদর্শ গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ এসএম খোরশেদুল আলম। হতদরিদ্র অসহায় ২ শতাধিক আদিবাসী পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএমের সভাপতিত্বে বিশেষ অতিথি পুলিশ সুপার শহিদুল্লাহ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মারুফুর রশিদ খান প্রমুখ। তথ্যমেলা উদ্বোধন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত পাবলিক হল চত্বরে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে মঙ্গলবার থেকে দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে তথ্য মেলার উদ্বোধন করেন মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন খুলনার বিভাগীয় পরিচালক আব্দুল গাফফার, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক এসএম নাজিমুল ইসলাম, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান এবং প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম।
×