ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে রি-রোলিং মিলে বিস্ফোরণ ॥ পাঁচ শ্রমিক দগ্ধ

প্রকাশিত: ০৯:২৮, ১৫ জানুয়ারি ২০২০

সীতাকুণ্ডে রি-রোলিং মিলে বিস্ফোরণ ॥ পাঁচ শ্রমিক দগ্ধ

নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, ১৪ জানুয়ারি ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে রি-রোলিং মিলের ফার্নেস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচ শ্রমিক দদ্ধ হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ভাটিয়ারি বানুবাজার এলাকায় অবস্থিত সীমা অটো-রি-রোলিং মিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম আল-আমিন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতরা হলেন বাবুল (৩২), জতনময় ত্রিপুরা (২৮), রাজীব (২৭), মোঃ হাসান (২৪) ও আবুল কাশেম (৪০)। জানা যায়, মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার ভাটিয়ারি বানু বাজার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে অবস্থিত সীমা অটো-রি-রোলিং মিলে ফার্নেস লোহা পোড়ানোর সময় স্ক্র্যাপের সঙ্গে একটি জাম স্ক্র্যাপ অজান্তে দেয়া হয়। এতে সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ফার্র্নেসের পাঁচ শ্রমিক গুরুতর আহত হয়ে পড়ে। পরে আহতদের দ্রুত উদ্ধার করে নগরীর একটি বেসরকারী আল-আমিন হাসপাতালে ভর্তি করান। উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর ২০১৯ সীমা অটো-রি-রোলিং মিলে একইভাবে ফার্নেস বিস্ফোরণে ইনচার্জ আবু বক্করসহ পাঁচজন গুরুতর আহত হয়েছিল। আহতবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা বার্ন ইউনিটে ভর্তি করান।
×