ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম কাস্টমসে সিএ্যান্ডএফ এজেন্টদের অবস্থান কর্মসূচী

প্রকাশিত: ০৯:২১, ১৫ জানুয়ারি ২০২০

চট্টগ্রাম কাস্টমসে সিএ্যান্ডএফ এজেন্টদের অবস্থান কর্মসূচী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শুল্কায়ন কার্যক্রমে নানাভাবে হয়রানির অভিযোগ এনে মঙ্গলবার সকাল থেকে অবস্থান কর্মসূচী পালন শুরু করে দেশের একক বৃহত্তম রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসের সিএ্যান্ডএফ এজেন্টরা। সকাল থেকে এ কর্মসূচী শুরু হলে সার্বিক কার্যক্রম ব্যাহত হয়। তবে সন্ধ্যায় ফলপ্রসূ বৈঠকের পর কর্মসূচী স্থগিত করেন আন্দোলনকারীরা। চিটাগাং কাস্টমস সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন সূত্রে জানানো হয়, চট্টগ্রাম কাস্টম হাউসে নানাভাবে হয়রানি ও বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন চট্টগ্রামের আমদানিকারকরা। কিছু কর্মকর্তার দুর্নীতি, পৃষ্ঠপোষকতা এবং সিএ্যান্ডএফ এজেন্ট ও তাদের কর্মচারীদের প্রতি দুর্ব্যবহারের প্রতিবাদে এ কর্মসূচী। এতে সিএ্যান্ডএফ কর্মকর্তা কর্মচারীরা অংশ নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচী চলবে। এ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু এ বিষয়ে জনকণ্ঠকে বলেন, সকাল থেকে আমদানি রফতানির শুল্কায়ন কার্যক্রমে অংশ নেননি সিএ্যান্ডএফ কর্মকর্তা ও কর্মচারীরা। অবস্থান কর্মসূচীর কারণে শুল্ক ভবনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। তবে সন্ধ্যায় কাস্টমস কমিশনারের সঙ্গে বৈঠকে ফলপ্রসূ আলোচনার পর কর্মসূচী প্রত্যাহার করা হয়েছে। রাজশাহীতে পাঁচ দিনব্যাপী এসএমই মেলা শুরু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে শুরু হয়েছে মাইডাস এসএমই মেলা। মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরভবনের গ্রিনপ্লাজায় সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনকালে মাইডাসের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
×