ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বেসরকারী খাতে ঋণ প্রবাহের হার নিম্নমুখী

প্রকাশিত: ০৯:২০, ১৫ জানুয়ারি ২০২০

বেসরকারী খাতে ঋণ প্রবাহের হার নিম্নমুখী

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ৮ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করলেও কাক্সিক্ষত মাত্রায় বেসরকারী বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে না, উপরন্তু বেসরকারী খাতে ঋণ প্রবাহের হার নিম্নমুখী বলে দাবি করেছে ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গবর্নরের সঙ্গে ঢাকা চেম্বারের পরিচালনা পর্ষদের সাক্ষাতকালে ডিসিসিআইয়ের সভাপতি শামস মাহমুদ এসব কথা বলেন। শামস মাহমুদ বলেন, বেসরকারী খাতে ঋণ প্রবাহের হার ২০১৯ সালের নবেম্বরে ছিল ৯.৮৭%। নিম্নহারের মূল কারণ ব্যাংক ঋণের সুদের উচ্চ হার। বেসরকারীখাতের বিনিয়োগ স্থবিরতা কাটানোর জন্য ব্যবসা-সহায়ক পরিবেশ উন্নয়নের পাশাপাশি ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসার জন্য বাংলাদেশ ব্যাংককে ব্যবস্থা নিতে হবে। এজন্য সম্প্রতি অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, অন্যান্য তফসিল ও বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যস্থতায় চলতি বছরের ১ এপ্রিল হতে এটি কার্যকর করার জন্য সকলের সমন্বিত উদ্যোগের প্রয়োজন। একইসঙ্গে খেলাপী ঋণ কমাতে ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত ঋণ খেলাপী চিহ্নিতকরণে একটি সুনির্দিষ্ট পদ্ধতি বের করতে হবে। এসএমই খাতকে দেশীয় শিল্পের প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ খাতের উদ্যোক্তাদের রফতানি পণ্যের বাজার সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং ঋণ প্রাপ্তির সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবির ঢাকা চেম্বারের প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি বেশিরভাগ ব্যাংক ব্যবস্থার ওপর নির্ভরশীল। অর্থনীতি, ব্যবসায়ী সম্প্রদায়, সকল জনগণের অবস্থার উন্নয়নে সরকার সিঙ্গেল ডিজিট হারে ঋণ সুবিধা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। গবর্নর আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আগামী ১ এপ্রিল হতে সিঙ্গেল ডিজিটে ঋণ সুবিধা প্রদান করা সম্ভব হবে।
×