ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্থিতিশীলতা ফিরেছে তেলের বিশ্ববাজারে

প্রকাশিত: ০৯:১৯, ১৫ জানুয়ারি ২০২০

স্থিতিশীলতা ফিরেছে তেলের বিশ্ববাজারে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সাম্প্রতিক অস্থিতিশীলতার পর মঙ্গলবার বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল ছিল। জ্বালানি তেলের প্রধান দুই ক্রেতা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রাথমিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ঘোষণা আসার পর বিনিয়োগকারীদের ইতিবাচক সাড়া এবং যুক্তরাষ্ট্রের মজুদ কমানোর প্রক্রিয়ার কারণে অবস্থার এই পরিবর্তন। রয়টার্স বলছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাসের প্রেক্ষিতে তেলের বাজারে স্থিতিশীলতা ফিরেছে। চলতি মাসের শুরুতে ইরাকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা শুরু হলে তেলের দাম ৪ শতাংশ বাড়ে। কিন্তু তেহরান ও ওয়াশিংটন আর সংঘাতে জড়াবে না ঘোষণা দেয়ার পর পরিস্থিতির বদল ঘটে। বার্তা সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারে আজ মঙ্গলবার ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের মূল্য ছিল ৬৪.২২ ডলার। গতসপ্তাহে ওয়েস্ট টেক্সাস বা ইউএস ক্রুড শ্রেণীর জ্বালানি তেলের দাম ৫ এবং ৬ শতাংশ কমে ব্যারেল প্রতি ৫৮ দশমিক ৪ ডলারে নেমে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ফরেন এক্সচেঞ্জ কোম্পানি (ওয়ানডা) ওএএনডিএ-র বিশ্লেষক এ্যাডওয়ার্ড মোয়া বাণিজ্য চুক্তির সম্ভাবনা এবং মার্কিন-ইরান উত্তেজনা হ্রাসের বিষয়টি উল্লেখ করে বলেন, গত চারদিন ব্যাপকহারে কেনাবেচার পর তেলের দাম আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।’ গত ৪ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল প্রতি ব্যারেল ৬৮ ডলারের ওপরে। সোলেইমানি হত্যাকাণ্ডের পর দাম ৩ থেকে ৪ শতাংশ পর্যন্ত বাড়ে।
×