ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ দুইদিন পর ফেরত দিয়েছে বিএসএফ

প্রকাশিত: ০৯:১৬, ১৪ জানুয়ারি ২০২০

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ দুইদিন পর ফেরত দিয়েছে বিএসএফ

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে নিহত বাংলাদেশি আবু সাঈদের (২৫) মরদেহ দুই দিন পর ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ। সোমবার সকল আনুষ্ঠানিকতা শেষে রাতে জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন রুট দিয়ে ভারতীয় পুলিশ বাংলাদেশি পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে। আজ মঙ্গলবার সকালে তাকে বামনদল নিজ গ্রামে পারিবারিক কবরে দাফন করা হয়। গত শনিবার সকালে জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৬ ও ৮৩৭ নম্বর মেইন পিলার এলাকা থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায় ভারতীয় মেখলিগঞ্জ থানা পুলিশ। তাকে বিএসএফ নির্যাতন করে হত্যা করে বলে পরিবারের পক্ষে অভিযোগ উঠেছে। নিহত আবু সাঈদ পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল এলাকার বাসিন্দা। বুড়িমারী বিজিবি, থানা পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায, সীমান্তের ভারতের অভ্যন্তরে তামাক ক্ষেতে শ্রমিক হিসেবে কাজ করতে যায় আবু সাঈদ। শুক্রবার সন্ধ্যায় চোরাকারবারি সন্দেহে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবু সাঈদকে মারপিট করে বিদ্যুতের পিলারের কাছে ফেলে চলে যায়। এতে তার মৃত্যু হয়। শনিবার সকালে ঘটনাস্থল থেকে ভারতীয় মেখলিগঞ্জ থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। ভারতে ময়না তদন্ত ও পোষ্টমডেম শেষে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ সোমবার রাতে লাশ ফেরত দেয়। বিএসএফের পক্ষ থেকে বলা হয়, ওই সীমান্ত হয়ে অবৈধভাবে গরু পাচার করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আবু সাঈদের মৃত্যু হয়। এ ঘটনায় বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতীয় বিএসএফকে পত্র দিয়ে তীব্রপ্রতিবাদ জানায়। অবশেষে দুই দিন পর সোমবার রাতে ভারতীয় মেখলিগঞ্জ থানার ওসি রাজেশ কুমার নিহত বাংলাদেশি আবু সাঈদের মরদেহ বুড়িমারী স্থলবন্দর গেটে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন্ত কুমার মোহন্তের কাছে হস্তান্তর করেন। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন্ত কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ তার পরিবারের কাছে রাতেই হস্তান্তর করা হয়ে ছিল।
×