ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিএএ হতাশাব্যঞ্জক

প্রকাশিত: ০৯:১৩, ১৫ জানুয়ারি ২০২০

সিএএ হতাশাব্যঞ্জক

মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা সোমবার ম্যানহাটানে মাইক্রোসফটের এক অনুষ্ঠানে ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) সম্পর্ক বলেছেন ‘এটা খুবই হতাশাব্যঞ্জক।’ আমি ভারতীয় ঐতিহ্যে বেড়ে উঠেছি। বড় হয়েছি বহুত্ববাদী সংস্কৃতিতে। আমার প্রত্যাশা এমন এক ভারতের যেখানে অভিবাসীরা একটি সমৃদ্ধ সূচনার সন্ধান করতে পারবেন, একটি বহুজাতিক কর্পোরেশনে নেতৃত্ব দিতে পারবেন, তাতে ভারতের অর্থনীতি উপকৃত হবে। -ইন্ডিয়ান রসিকতার সাজা ইরান নিয়ে রসিকতা করায় চাকরি হারিয়েছেন এক ইন্ডিয়ান আমেরিকান প্রফেসর। যুক্তরাষ্ট্রের ব্যবসন কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে অধ্যাপক আশিন ফানজের ফেসবুক পোস্টটি কলেজের মূল্যবোধ ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে না। ফানজে লিখেছিলেন, ইরানেরও উচিত ছিল আমেরিকার ৫২টি টার্গেট ঠিক করা। যেমন... মল অব আমেরিকা, কার্দেশিয়ানের বাড়ি ইত্যাদি। তার পোস্টটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট বার্তার প্রতিক্রিয়া ছিল এবং সেখানে ইরান ও ইরানী সংস্কৃতিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। -নিউইয়র্ক টাইমস
×