ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাহস থাকলে শিক্ষার্থীদের সামনে দাঁড়ান ॥ রাহুল

প্রকাশিত: ০৯:১১, ১৫ জানুয়ারি ২০২০

সাহস থাকলে শিক্ষার্থীদের সামনে দাঁড়ান ॥ রাহুল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হিম্মত থাকলে শিক্ষার্থীদের সামনে গিয়ে দাঁড়ানোর চ্যালেঞ্জ দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার দিল্লীতে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর বৈঠক থেকে বেরিয়ে এমন চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। মোদি সরকারের বিতর্কিত নাগরিকত্ব আইন, নাগরিকপঞ্জিসহ একাধিক ইস্যুতে কিভাবে ভারতের বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মপন্থা ঠিক করতে এদিন দিল্লীতে বৈঠক ডাকেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। ওই বৈঠক থেকে বেরিয়েই মোদির উদ্দেশে তোপ দাগেন রাহুল। রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী পারলে দেশের যেকোন বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড়ান। ছাত্রদের বলুন, সরকার অর্থনীতি নিয়ে ঠিক কী করেছে। চ্যালেঞ্জ করছি, সাহস থাকলে দেশের নতুন প্রজন্মের মুখোমুখি হোন। তিনি বলেন, দেশের ছাত্র-যুবকরা যখন আন্দোলনে নেমেছে, তখন তাদের প্রশ্নের জবাব না দিয়ে দমনপীড়ন চালাচ্ছে সরকার। -ইন্ডিয়ান এক্সপ্রেস।
×